আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। সব ঠিক থাকলে চলতি মাসের শেষ সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের (Teacher Recruitment) কাউন্সেলিং। মেধাতালিকার ভিত্তিতে এই কাউন্সেলিং পর্বেই শিক্ষকরা বেছে নিতে পারবেন স্কুলও। তবে সাড়ে ১২.৪৪৫ শূন্যপদে নিয়োগের জন্য মেধাতালিকায় থাকা সব শিক্ষকদের কাউন্সেলিং করে স্কুল অ্যালটমেন্ট বা স্কুল বাছাই পর্ব সম্পূর্ণ হতে বেশ কয়েক মাস লেগে যেতে পারে বলে জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের (SSC) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। আগামী ২১ জানুয়ারির মধ্যেই প্রকাশিত হবে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের মেধাতালিকা। তারপর হবে নবম-দশমের তথ্য যাচাই পর্ব শুরু হবে।
বিকাশ ভবন সূত্রের খবর, মেধাতালিকা প্রকাশের পর সরস্বতী পুজো ও সাধারণতন্ত্র দিবসের ছুটি থাকায় ২৭ জানুয়ারির আগে কাউন্সেলিং ও স্কুল বাছাই পর্ব শুরু করা সম্ভব হচ্ছে না। উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশে গত ২৭ ডিসেম্বর ১৫৪ জন চাকরিপ্রার্থীর তথ্য যাচাইয়ের জন্য নামের তালিকা প্রকাশ করেছিল এসএসসি। তাদের তথ্য যাচাই হয় গত ৩০ ডিসেম্বর। এরপর গত ৮ জানুয়ারি ৪৯ জনকে ইন্টারভিউয়ে ডাকা হয়। ইন্টারভিউ পর্ব শেষ হওয়ার দু'সপ্তাহের মধ্যেই মেধাতালিকা প্রকাশ হবে। বিষয় ভিত্তিক, মাধ্যম ও সংরক্ষণ ভিত্তিক চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ হলেই চাকরির সুপারিশ পত্র পেয়ে যাবেন প্রার্থীরা।
গত বছর ১৪ সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশন একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষার আয়োজন করেছিল। পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন। রেজাল্ট বের হয়েছিল গত ৭ নভেম্বর। জানুয়ারির প্রথম সপ্তাহেই মেধাতালিকা প্রকাশ হবে বলে আশা করছিলেন চাকরিপ্রার্থীরা।
কিন্তু হাই কোর্টের নির্দেশের কারণে আরও ৪৯ জনকে ইন্টারভিউয়ে ডাকতে গিয়ে মেধাতালিকা প্রকাশ ও কাউন্সেলিং পর্বের দেরি হয় বলে দাবি বিকাশ ভবনের। তবে জানুয়ারিতে কাউন্সেলিং শুরু হলেও বিধানসভা ভোটের আগেই পুরো কাউন্সেলিং পর্ব সম্পন্ন করতে চাইছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
