shono
Advertisement
NCC

কলকাতা থেকে কানপুর, সাধারণতন্ত্র দিবসের আগাম উদযাপনে জলপথে অভিযাত্রা এনসিসির

সারা দেশের চারশোর বেশি এনসিসি ক্যাডেট এতে অংশ নিচ্ছেন।
Published By: Biswadip DeyPosted: 04:00 PM Dec 06, 2024Updated: 04:00 PM Dec 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছরের সাধারণতন্ত্র দিবস এখনও মাস দেড়েক দূরে। তবে এরই মধ্যে উদযাপন শুরু করে দিয়েছেন দেশের এনসিসি ক্যাডেটরা। 'ভারতীয় নদীয়া সংস্কৃতিয়ো কি জননী' থিমে এই অভিযাত্রার সূচনা হয়েছিল ২১ অক্টোবর। যা শেষ হবে ২০ ডিসেম্বর। সব মিলিয়ে ১৬০০ কিমি পথ পেরনোর কথা। সারা দেশের ১৭টি ডিরেক্টরেট থেকে চারশোর বেশি এনসিসি ক্যাডেট এতে অংশ নিচ্ছেন। নদীর গুরুত্ব তুলে ধরার পাশাপাশি কৃষি, মাছ ধরা এবং জলবিদ্যুৎ উৎপাদনের গুরুত্ব তুলে ধরা এই অভিযাত্রার উদ্দেশ্য।

Advertisement

পাশাপাশি ৩ ডিসেম্বর থেকে শুরু হয়েছে সমুদ্রপথেও এক অভিযাত্রা। দেড়শো এনসিসি ক্যাডেট এতে অংশ নিয়েছেন আগামী ৩ ডিসেম্বর মুম্বইয়ে। যা শেষ হবে ২০ ডিসেম্বর বিশাখাপত্তনমে।

 

প্রসঙ্গত, জাতি গঠনের মূল উপাদান যুব ক্ষমতায়ন। যাকে মজবুত করাই লক্ষ্য বৃহত্তম স্বেচ্ছাসেবী যুব সংগঠন এনসিসির। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বায়ুসেনার শাখায় ১৭ লক্ষেরও বেশি যুবক-যুবতীর নাম নথিবদ্ধ রয়েছে। ভবিষ্যতের নেতাদের ব্যক্তিত্ব গঠনের জন্য সংগঠনটি সবসময়ই তার পাঠ্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অ্যাডভেঞ্চারকে তুলে ধরেছে। যারই অংশ এই নতুন অভিযাত্রা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী বছরের সাধারণতন্ত্র দিবস এখনও মাস দেড়েক দূরে। তবে এরই মধ্যে উদযাপন শুরু করে দিয়েছেন দেশের এনসিসি ক্যাডেটরা।
  • 'ভারতীয় নদীয়া সংস্কৃতিয়ো কি জননী' থিমে এই অভিযাত্রার সূচনা হয়েছিল ২১ অক্টোবর।
  • যা শেষ হবে ২০ ডিসেম্বর। সব মিলিয়ে ১৬০০ কিমি পথ পেরনোর কথা।
Advertisement