shono
Advertisement

সিপিএমের আমন্ত্রণে বাংলায় আসতে পারেন নীতীশ কুমার! গুঞ্জন রাজনৈতিক মহলে

লোকসভা ভোটের আড়াই মাস আগে বাংলায় আসতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী।
Posted: 06:56 PM Jan 06, 2024Updated: 06:57 PM Jan 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আড়াই মাস আগে বাংলায় আসতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার। সূত্রের খবর, বাংলার দুটি কর্মসূচিতে নীতীশকে আমন্ত্রণ জানিয়েছে সিপিএম। দুটি অনুষ্ঠানের কোনওটিতেই সরাসরি যুক্ত নয় তারা। সবটাই অবশ্য গুঞ্জনের স্তরে।

Advertisement

নীতীশ কুমার বিজেপি (BJP) বিরোধী ইন্ডিয়া মহাজোটের অন্যতম শরিক। শোনা যাচ্ছে তাঁকে জোটের আহ্বায়কও করা হতে পারে। ওই জোটের শরিক সিপিএমও। যদিও জোটের আরেক শরিক তৃণমূলের সঙ্গে আলিমুদ্দিনের সম্পর্ক আদায়-কাঁচকলায়। সূত্রের খবর, তৃণমূলকে ওই দুই কর্মসূচিতে আমন্ত্রণ না জানিয়ে নীতীশকে পাটনা থেকে উড়িয়ে আনতে চায় বামেরা। সেই মতো আমন্ত্রণও পাঠানো হয়েছে।

[আরও পড়ুন: ভিতরে জলরাশির শব্দ, পাশে খেলে বেড়াবে মাছ, গঙ্গার নিচে মেট্রো সফর যেন অ্যাকোয়ারিয়াম!]

যে দুটি অনুষ্ঠানে নীতীশকে (Nitish Kumar) আমন্ত্রণ জানানোর কথা ভাবা হয়েছে, তার একটি হল ১৭ জানুয়ারি জ্যোতি বসুর মৃত্যুদিন। ওই দিন নিউটাউনে জ্যোতি বসু স্টাডি অ্যান্ড রিসার্চ সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। সিপিএমের (CPIM) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ওই অনুষ্ঠানে থাকবেন। সূত্রের খবর, সেখানে ডাকা হচ্ছে নীতীশকে। সেদিন না আসতে পারলে ২১ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের আগের দিন কলকাতায় বাবরির ইতিহাস শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে, সেখানে আমন্ত্রণ জানানো হতে পারে বিহারের মুখ্যমন্ত্রীকে।

[আরও পড়ুন: আলবিদা ওয়ার্নার, বিদায়বেলায় খুদে সমর্থককে হেলমেট-গ্লাভস উপহার অজি তারকার]

আলিমুদ্দিন সূত্রের খবর, দুদিনের কোনও একদিন বাংলায় আসতে পারেন নীতীশ। যদি সেটা হয়, তাহলে রাজ্য রাজনীতিতে চমকপ্রদ বিষয় হবে। যদিও যে দুটি অনুষ্ঠানে নীতীশকে আমন্ত্রণ জানানো হয়েছে, তার কোনওটিই সরাসরি রাজনৈতিক কর্মসূচি নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement