নব্যেন্দু হাজরা: ফের বন্ধ কলকাতা মেট্রো! রবিবার চলবে না হাওড়া-এসপ্ল্যানেড রুটের মেট্রো। নয়া বিজ্ঞপ্তি জারি মেট্রো কর্তৃপক্ষের। কিন্তু কেন? কতদিন পর স্বাভাবিক হবে পরিষেবা?

বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ২২ মার্চ থেকে প্রতি রবিবার হাওড়া-এসপ্ল্যানেড রুটে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। কারণ, ইস্ট-ওয়েস্ট রুটে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম (Communication Based Train Control বা CBTC) পরীক্ষা করে দেখা হবে। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ রুটে এই সিস্টেম চালু করার জন্য পরীক্ষা-নিরীক্ষা করা হবে। প্রতি রবিবার এই কাজ করা হবে। ফলে পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে এই পরিষেবা।
উল্লেখ্য, শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে বন্ধ থাকে মেট্রো চলাচল। ফলে এই রুটে রবিবার কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম পরীক্ষা নিরীক্ষা করতে সমস্যা হয় না। সমস্যা পড়েন না যাত্রীরা। কিন্তু হাওড়া-এসপ্ল্যানেড রুটে রবিবারও মেট্রো চলে। দুপুর সোয়া দুটো থেকে পরিষেবা শুরু হয়। পৌনে দশটায় দু'প্রান্ত থেকে শেষ মেট্রো ছাড়ে। কিন্তু আগামী রবিবার থেকে এই পরিষেবা মিলবে না। যার জেরে সমস্যায় পড়বেন ওই রুটের যাত্রীরা।