shono
Advertisement

Breaking News

মিলেছে ৩১৫, বাকি ৪৮৫ কোম্পানি বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি কমিশনের, পালটা চাপে কেন্দ্র

কমিশনের বাহিনী দাবি পূরণ করতে সময় লাগতে পারে কেন্দ্রের।
Posted: 02:17 PM Jun 23, 2023Updated: 03:16 PM Jun 23, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় বাহিনী নিয়ে এবার পালটা চাপে কেন্দ্র। দাবিমতো বাহিনী সরবরাহ করতে না পারায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে ফের চিঠি দিল নির্বাচন কমিশন। অবিলম্বে অবশিষ্ট ৪৮৫ কোম্পানি বাহিনী পাঠানোর দাবি জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন (Election Commission)।

Advertisement

হাই কোর্টের নির্দেশে বৃহস্পতিবারই কেন্দ্রের কাছে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু নির্বাচন কমিশনের সেই দাবি এখনই পূরণ করতে পারছে না কেন্দ্র। আপাতত পাঠানো হচ্ছে ৩১৫ কোম্পানি বাহিনী। তাও সবটা কেন্দ্রীয় বাহিনী নয়। ১২টি রাজ্য থেকে স্পেশ্যাল আর্মড ফোর্সও (Special Armed Force) পাঠানো হচ্ছে রাজ্যে। এই মর্মে বিবৃতি জারি করা হয়েছে।

[আরও পড়ুন: খাস কলকাতায় যুবকের রহস্যমৃত্যু, বাড়ির সামনে থেকে উদ্ধার রক্তাক্ত দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা]

কেন্দ্র জানিয়েছে, আপাতত যে ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানো হচ্ছে তার মধ্যে ২০০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী। এর মধ্যে রয়েছে ৫০ কোম্পানি CRPF, ৬০ কোম্পানি BSF, ২০ কোম্পানি ITBP, ২৫ কোম্পানি SSB, ২০ কোম্পানি RPF এবং CISF ১৫ কোম্পানি। এর বাইরে ১২টি রাজ্য থেকে স্পেশ্যাল আর্মড ফোর্স আসছে আরও ১১৫ কোম্পানি। রাজ্য সরকারও ভোটের জন্য অন্য রাজ্য থেকে বাহিনী আনার পরিকল্পনা করেছিল। কেন্দ্রও সেই ভিনরাজ্য থেকেই বাহিনী পাঠাচ্ছে। এছাড়া ২২ কোম্পানি বাহিনী আগেই পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল। সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) জন্য প্রথম পর্যায়ে মোট ৩২৭ কোম্পানি বাহিনী আসছে রাজ্যে।

[আরও পড়ুন: Panchayat Election 2023: পঞ্চায়েতে দ্বিগুণ হল বিজেপির সংখ্যালঘু প্রার্থী! গুরুত্ব দিচ্ছে না তৃণমূল]

সুত্রের খবর, এই মুহূর্তে অশান্ত মণিপুরে (Manipur) প্রচুর বাহিনী মোতায়েন করে রাখতে হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রককে। ফলে দ্রুত বাংলায় ৮০০ কোম্পানি বাহিনী পাঠানো কঠিন। তাতে খানিকটা সময় লাগবে। সেটা আন্দাজ করতে পেরেই কমিশন কেন্দ্রকে পালটা চাপ দেওয়া শুরু করল। দ্রুত বাকি ৪৮৫ কোম্পানি বাহিনী চেয়ে চিঠি পাঠানো হল কেন্দ্রকে। এখন দেখার কেন্দ্র কী জবাব দেয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement