shono
Advertisement
Partha Chatterjee

টিভিতে চাকরি বাতিলের খবর দেখে নীরব পার্থ, ফের জামিনের আর্জি

১১ এপ্রিল জামিনের ব্যাপারে নির্দেশ দিতে পারে আদালত।
Published By: Subhankar PatraPosted: 01:22 PM Apr 04, 2025Updated: 01:22 PM Apr 04, 2025

স্টাফ রিপোর্টার: সকালে জেলে বসেই টিভি চ‌্যানেলে ২৬ হাজার চাকরি বাতিলের খবরটি দেখেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ‌্যায়। আর তারপর থেকে কারও সঙ্গে কথা বলেননি। কারা বিভাগ সূত্রে খবর, কয়েকজন সহ-বন্দি ও কর্তব‌্যরত কারারক্ষীও পার্থর সামনে এসে এই প্রসঙ্গ তোলেন। কিন্তু ‘বিষণ্ণ মুখ’ করেই ছিলেন পার্থ। কোনও মন্তব‌্য করতে চাননি।পাশাপাশি বৃহস্পতিবার তাঁর জামিনের শুনানি ছিল। তার রায়দান স্থগিত রেখেছে আদালত।

Advertisement

শিক্ষক-নিয়োগের দুর্নীতি মামলায় জেলে বন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী। ইদানীং প্রায়ই অসুস্থ হয়ে প্রেসিডেন্সি জেলের হাসপাতালে থাকছেন। তাঁর পা-ও ফুলেছে। ফলে তিনি বৃহস্পতিবারও প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় জামিনের শুনানিতে থাকতে পারেননি। ভার্চুয়াল পদ্ধতিতেও আদালতে তাঁকে হাজির করা হয়নি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে ২৬ হাজার চাকরি বাতিলের খবর এসেছে। তবে পার্থর আইনজীবী বিপ্লব গোস্বামীকে ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে প্রশ্ন করা হলে বলেন, ‘‘প‌্যানেল বাতিলের ব‌্যাপারে অর্ডার দেখেই বলতে পারব।’’

এদিন প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় পার্থ চট্টোপাধ‌্যায়ের জামিনের শুনানিতে তাঁর আইনজীবী আদালতে দাবি করেন যে, পার্থ ওএমআর শিট নষ্ট করেননি। গত সপ্তাহে পার্থর জামিনের শুনানিতে সিবিআইয়ের আইনজীবী দাবি করেন যে, প্রাক্তন ওই শিক্ষামন্ত্রীর কথায় ওএমআর শিট নষ্ট করা হয়। এদিন ফের ছিল এই মামলার জামিনের শুনানি।

পার্থর আইনজীবী চার্জশিটের কপি দেখিয়ে আদালতকে জানান, সিবিআই প্রথম অতিরিক্ত চার্জশিটে উল্লেখ করেছে যে, কার নির্দেশে, কোন সংস্থা ওএমআর শিট নষ্ট করেছিল। সিবিআইয়ের চার্জশিট বা জামিনের বিরোধিতার আবেদনে ওএমআর শিট নষ্ট হওয়া সংক্রান্ত ব‌্যাপারে পার্থ চট্টোপাধ‌্যায়ের বিরুদ্ধে কোনও ভূমিকার কথা উল্লেখ করা হয়নি। অথচ গত দিনে সিবিআই আইনজীবী সেই দাবি করেন। যে কোনও শর্তে আইনজীবী পার্থর জামিনের আবেদন জানান। বিচারভবনে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক সিবিআইয়ের আইনজীবীকে জিজ্ঞাসা করেন, তাঁদের জিজ্ঞাসা করার কিছু রয়েছে কি না। সিবিআইয়ের আইনজীবী জানান, তাঁর কিছু বলার নেই। ১১ এপ্রিল এই ব‌্যাপারে নির্দেশ দিতে পারে আদালত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সকালে জেলে বসেই টিভি চ্যালেন ২৬ হাজার চাকরি বাতিলের খবরটি দেখেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর তারপর থেকে কারও সঙ্গে কথা বলেননি।
  • কারা বিভাগ সূত্রে খবর, কয়েকজন সহ-বন্দি ও কর্তব্যরত কারারক্ষীও পার্থর সামনে এসে এই প্রসঙ্গ তোলেন।
  • কিন্তু ‘বিষণ্ণ মুখ’ করেই ছিলেন পার্থ। কোনও মন্তব্য করতে চাননি।পাশাপাশি বৃহস্পতিবার তাঁর জামিনের শুনানি ছিল। তার রায়দান স্থগিত রেখেছে আদালত।
Advertisement