shono
Advertisement

দলুয়াখাঁকিতে বাধা অম্বিকেশ মহাপাত্রকে, পুলিশের ‘অতিসক্রিয়তা’ নিয়ে মামলা হাই কোর্টে

বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে আজই মামলার শুনানি হতে পারে।
Posted: 01:32 PM Nov 20, 2023Updated: 01:38 PM Nov 20, 2023

গোবিন্দ রায়: নওশাদ সিদ্দিকি, সুজন চক্রবর্তীদের পর এবার দলুয়াখাঁকি যাওয়ার পথে বাধা পেলেন সমাজকর্মী তথা অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র ও তাঁর দলবল। সোমবার ‘আমরা আক্রান্ত’ সংগঠনের তরফে জয়নগরের দলুয়াখাঁকি অর্থাৎ যেখানে গত সপ্তাহে তৃণমূল (TMC) নেতার হত্যাকাণ্ড ঘিরে পালটা মৃত্যু, অগ্নিকাণ্ডের ঘটনায় তপ্ত হয়ে উঠেছিল, সেই গ্রামের পথে যান অম্বিকেশবাবু ও সহকর্মীরা। অভিযোগ, দলুয়াখাঁকি থেকে ৪ কিলোমিটার দূরে, মনসাতলার কাছে তাঁদের পথ রোধ করে পুলিশ। জানিয়ে দেওয়া হয়, গ্রামে যাওয়া যাবে না। এ নিয়ে কিছুক্ষণ পুলিশ আধিকারিকদের সঙ্গে একপ্রস্থ তর্কাতর্কি হয় অম্বিকেশ মহাপাত্রর। মাঝপথ থেকেই ফিরতে হয় তাঁদের। এদিকে, জয়নগরের (Jaynagar) ঘটনায় পুলিশের অতিসক্রিয়তার অভিযোগ নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছে সিপিএম (CPM)। আজই শুনানি হতে পারে।

Advertisement

গত ১৩ তারিখ ভোরে নমাজ পড়তে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় তৃণমূলের অঞ্চল সভাপতি সইফউদ্দিন লস্করের। পালটা জনতার মারে মৃত্যু হয় এক অভিযুক্তের। এর পর দলুয়াখাঁকি গ্রামের একাধিক বাড়িত অগ্নিসংযোগ, অশান্তির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আতঙ্কে প্রায় জনশূন্য হয়ে পড়ে গ্রাম। পরে পুলিশের সাহায্যে গ্রামে ফিরলেও আগুনের গ্রাসে বাড়িঘর হারিয়ে অসহায় হয়ে পড়ে পরিবারগুলি। ঘটনার পর পরই তাঁদের সঙ্গে দেখা করতে দিন তিনেক আগে সেখানে যান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawasad Siddique)। তাঁকে গ্রামে ঢুকতে বাধা দেয় পুলিশ। প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখান নওশাদ। পরে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) নেতৃত্বে বাম প্রতিনিধিদলকেও গ্রামে ঢুকতে বাধা দেওয়া হয়। তা নিয়েও তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

[আরও পড়ুন: তৃণমূল নেতা খুনের পর এলাকায় অগ্নিসংযোগ, দলুয়াখাঁকিতে সাতদিন পর গ্রেপ্তার ৩]

এর পর সোমবার ‘আমরা আক্রান্ত’ সংগঠনের তরফে অম্বিকেশ মহাপাত্ররা দলুয়াখাঁকিতে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েন। পুলিশ জানায়, বহিরাগতদের গ্রামে ঢোকায় নিষেধাজ্ঞা আছে। তাই তাঁরা যেতে পারবেন না। অম্বিকেশবাবু নিজে পুলিশ আধিকারিকদের বুঝিয়ে বলেন, তাঁরা মানবাধিকার রক্ষার কাজ করে থাকেন। সেই সংগঠনের পক্ষ থেকে সাতজন গ্রামে গিয়ে আক্রান্তদের সঙ্গে কথা বলতে চান। কিন্তু পুলিশ কোনওমতেই অনুমতি দেয়নি বলে অভিযোগ। ফলে মনসাতলা থেকেই ফিরতে হয় তাঁদের।

[আরও পড়ুন: রেশন দুর্নীতি: কৃষি সমবায়ের ‘পাসওয়ার্ড’ বাকিবুরের হাতেই! চাঞ্চল্যকর তথ‌্য ইডির]

এদিকে, দলুয়াখাঁকিতে পুলিশের ভূমিকায় ‘অতিসক্রিয়তা’র অভিযোগ তুলেছে সিপিএম। তৃণমূল নেতা সইফউদ্দিন খুনের ঘটনায় সিপিএম নেতা আনিসুর লস্কর-সহ দলের তিন কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে হাই কোর্টে মামলা দায়ের করেছেন সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে দায়ের হওয়া মামলার শুনানি হওয়ার সম্ভাবনা আজ।

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement