shono
Advertisement
Pratik Jain

'রাজনৈতিক প্রতিহিংসা'! ইডির অভিযান নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ প্রতীকের পরিবার

ED Raid: রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে প্রতীকের পরিবার।
Published By: Saurav NandiPosted: 06:24 PM Jan 08, 2026Updated: 06:57 PM Jan 08, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডির তল্লাশি অভিযানের বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের (Pratik Jain) পরিবার। বৃহস্পতিবার সকালে প্রতীকের বাড়িতে তল্লাশি অভিযানের সময় সেখানে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। শুধু সেখানেই নয়, আইপ্যাকের দপ্তরে ইডির অভিযান চলার সময়ে সেখানেও যান তৃণমূলনেত্রী মমতা। তা নিয়ে আপত্তি তুলে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে ইডি। তার পরেই ইডির বিরুদ্ধে হাইকোর্টে গেল প্রতীকের পরিবার। তারা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে।

Advertisement

আদালত সূত্রে খবর, বৃহস্পতিবার ইডির তল্লাশি অভিযান নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছে প্রতীকের পরিবার। যদিও আদালত মামলা দায়েরের অনুমতি এখনও দিয়েছে কি না, তা স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে ইডির দায়ের করা মামলার শুনানির সঙ্গেই প্রতীকের পরিবারের বক্তব্য শোনা হতে পারে।

বৃহস্পতিবার সকাল থেকেই প্রতীকের লাউডন স্ট্রিটের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে ইডি। কয়লা পাচারকাণ্ডে দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতেই এই অভিযান বলে জানিয়েছে ইডি। এই অভিযান চলাকালীন প্রতীকের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। তাঁর সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাও। সেখান থেকে ফাইল নিয়ে বেরোতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তাঁর অভিযোগ, ইডির অভিযান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তৃণমূলের নির্বাচনী রণকৌশল চুরি করতেই এই অভিযান চালানো হয়েছে। প্রতীকের বাড়ি থেকে বেরিয়ে মমতা সোজা যান সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের দপ্তরে। সেখানেও ইডির তল্লাশি অভিযান চলছিল। সেখান পৌঁছে আইপ্যাকের দপ্তর থেকে কিছু নথি, মোবাইল এবং ল্যাপটপ নিজের গাড়িতে তোলেন মমতা। ইডির পাল্টা দাবি, সাংবিধানিক ক্ষমতার অপপ্রয়োগ করেই তল্লাশি অভিযানে বাধা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। জোর করে নথি, ডিজিটাল তথ্যপ্রমাণ ছিনতাই করেছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইডির তল্লাশি অভিযানের বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের পরিবার।
  • বৃহস্পতিবার ইডির তল্লাশি অভিযান নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছে প্রতীকের পরিবার।
  • শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে ইডির দায়ের করা মামলার শুনানির সঙ্গেই প্রতীকের পরিবারের বক্তব্য শোনা হতে পারে।
Advertisement