shono
Advertisement
Bikash Bhavan

অন্তঃসত্ত্বা জেনেও কেটে ফেলার হুমকি! বিকাশ ভবনে আটকে থাকার ভয়াবহ অভিজ্ঞতা লিখলেন অর্পিতা

চাকরি ফেরত চেয়ে বিকাশ ভবন ঘেরাও করেছেন এসএসসির ২৬ হাজার চাকরিহারাদের একাংশ।
Published By: Paramita PaulPosted: 10:44 AM May 18, 2025Updated: 10:44 AM May 18, 2025

চাকরি ফেরত চেয়ে বিকাশ ভবন ঘেরাও করেছেন এসএসসির ২৬ হাজার চাকরিহারাদের একাংশ। এই ঘেরাওকে কেন্দ্র করে বৃহস্পতিবার ধুন্ধুমার বেঁধে যায়। বিকাশ ভবনের কর্মীদের অফিসের ভিতরে আটকে দেওয়া হয়। অভিযোগ, হুমকি দেওয়া হয় সেই কর্মীদের। পরে পুলিশের হস্তক্ষেপে মুক্তি পান তাঁরা। কিন্তু সেই সন্ধের স্মৃতি ভুলতে পারছেন না আটকে থাকা অন্তঃসত্ত্বা কর্মী  অর্পিতা বিশ্বাস। সংবাদ প্রতিদিনে সেই অভিজ্ঞতা জানালেন তিনি। 

Advertisement

আমি তিন মাসের অন্তঃসত্ত্বা। ওভাবে ওখানে আটকে থেকে আতঙ্কিত হয়ে পড়ছিলাম। বাড়িতেই সব ওষুধপত্র। সঙ্গে আমার কিছু ছিল না। যেহেতু আমার ওই অবস্থা, তাই সহকর্মীরা পুলিশকে গিয়ে বিষয়টা জানিয়েছিলেন। বিকেল পাঁচটা নাগাদ পুলিশকর্মীরা আমাকে নিচে নিয়ে আসেন। কিন্তু বিক্ষোভকারীরা তখন কিছুতেই বের হতে দেবে না। আমি বলি দেখুন, আপনারা ছেড়ে দিন। আমার বাড়িতে একটা সন্তান আছে। আমার এই পরিস্থিতি। আমি কোনও ওষুধপত্র সঙ্গে করে আনিনি। কিন্তু ওঁরা কিছুতেই রাজি হননি। বিভিন্নরকম তো কথা হচ্ছিলই, একজন বলেন, তোরা ভিতরেই থাক। আরেকজন আবার বলে উঠলেন, বেরলে কেটে ফেলব। এই সব কথা শুনেই আমি ভয় পেয়ে যাই। আচ্ছা, ওখানে তো অনেক যোগ্য শিক্ষকও রয়েছেন। আমিও একজন চাকরিজীবী মানুষ। আমিও বুঝতে পারছি ওঁদের অবস্থা। সেক্ষেত্রে ওঁদের প্রতি আমারও সহানুভূতি আছে। প্রতিবাদের অনেক ভাষা আছে। কিন্তু এভাবে আটকে রেখে এরকম পরিস্থিতির সৃষ্টি করা, এটা কাম্য নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চাকরি ফেরত চেয়ে বিকাশ ভবন ঘেরাও করেছেন এসএসসির ২৬ হাজার চাকরিহারাদের একাংশ।
  • এই ঘেরাওকে কেন্দ্র করে বৃহস্পতিবার ধুন্ধুমার বেঁধে যায়।
  • বিকাশ ভবনের কর্মীদের অফিসের ভিতরে আটকে দেওয়া হয়।
Advertisement