shono
Advertisement
Nabanna

পুণ্যার্থীদের সুবিধার্থে ১ কিমি পথজুড়ে রথের রশি, দিঘার রথযাত্রার প্রস্তুতি বৈঠকে সিদ্ধান্ত মমতার

বৈঠকে উপস্থিত ছিলেন ইসকন, পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট-সহ মন্দির কমিটির প্রতিনিধিরা।
Published By: Subhankar PatraPosted: 09:27 AM Jun 13, 2025Updated: 10:48 AM Jun 13, 2025

স্টাফ রিপোর্টার: আপামর ভক্তকুল স্পর্শ করতে পারবেন দিঘার জগন্নাথ- বলরাম-সুভদ্রার রথের রশি। এবারই প্রথম রথযাত্রা হবে দিঘায়। সবাই যাতে তাতে শামিল হতে পারেন তার জন‌্য বিশেষ ব‌্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। বৃহস্পতিবার নবান্নে রথযাত্রার প্রস্তুতি বৈঠকে মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় জানিয়ে দেন, আমজনতা যাতে রথের রশি ছুঁতে পারেন তার জন‌্য দিঘার জগন্নাথ মন্দিরের সামনে রথ থেকে মাসির বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার দু'দিকে দু'টি রথের দড়ি থাকবে।

Advertisement

ফলে রথ টানার সঙ্গে সঙ্গে মাসির বাড়ি পর্যন্ত যত দর্শনার্থী থাকবেন তাঁরা দড়ি ধরার সুযোগ পাবেন। মুখ‌্যমন্ত্রী দিঘায় ২৬ জুন বিকেলে পৌঁছে যাবেন। পরদিন রথের সামনের রাস্তা সোনার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রথের রশিতে টান দেবেন। এদিন বৈঠকে মুখ‌্যমন্ত্রী সবথেকে বেশি জোর দেন প্রশাসনিক ব‌্যবস্থায়। বৈঠকে উপস্থিত ছিলেন ইসকন, পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট-সহ মন্দির কমিটির প্রতিনিধিরা।

নবান্নসূত্রে খবর, ২৬ তারিখ থেকেই দিঘার যান নিয়ন্ত্রণ, ব‌্যাপক পুলিশি ব‌্যবস্থা, নিরাপত্তার সমস্ত দিকে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে মুখ‌্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং পুলিশের শীর্ষ আধিকারিকদের। প্রশাসনের অনুমান, প্রায় আড়াই লক্ষ মানুষের সমাগম হবে এবারের রথযাত্রায়। এবং সেই ভিড় থাকবে উলটোরথ পর্যন্ত।

সেই দিন জগন্নাথদেব মন্দিরে ফিরবেন মিষ্টান্ন নিয়ে। এই উপলক্ষে বিশেষ ভোগের ব‌্যবস্থাও থাকছে। দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটনের পর থেকেই সেখানে দিনে ৬০-৭০ হাজার মানুষের জনসমাগম হচ্ছে। সেই সুযোগ নিয়ে হোটেল ভাড়া বাড়িয়ে দিয়েছেন মালিকরা। তা নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করেছেন মুখ‌্যমন্ত্রী। পর্যটন দপ্তরকে পুলিশের সঙ্গে বসে সমস‌্যার সমাধানের নির্দেশ দিয়েছেন। দিঘার সমস্ত হোটেল রথযাত্রার জন্য বুকিং হয়ে গিয়েছে। তাই উদ্বোধনের মতো বেশ কিছু হাঙ্গার তৈরি করা হবে রথযাত্রার সময়ও। দিঘাজুড়ে ‘মে আই হেল্প ইউ’ ক্যাম্প থাকবে। এছাড়াও মেডিক‌্যাল ক্যাম্প, জলসত্র, বিনামূল্যে প্রসাদ বিতরণ ও খাবার বিতরণের ব্যবস্থা থাকবে।

মুখ্যমন্ত্রীর সঙ্গে এবারও রথের সময় দিঘায় অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, পুলক রায়, সুজিত বসু, স্নেহাশিস চক্রবর্তীদের বিশেষ দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন। ওই সময় বৃষ্টি হতে পারে, তাই দুর্যোগ মোকাবিলা করার জন্য বিশেষ ব্যবস্থা রাখার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এনডিআরএফ এবং এসডিআরএফকে বিশেষ দল নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আপামর ভক্তকুল স্পর্শ করতে পারবেন দিঘার জগন্নাথ- বলরাম-সুভদ্রার রথের রশি।
  • এবারই প্রথম রথযাত্রা হবে দিঘায়। সবাই যাতে তাতে শামিল হতে পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে।
  • বৃহস্পতিবার নবান্নে রথযাত্রার প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন রথ থেকে মাসির বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার দু'দিকে দু'টি রথের দড়ি থাকবে।
Advertisement