shono
Advertisement
PURPLE LINE METRO

জোকা-মাঝেরহাট লাইনে মেট্রোর সময় নিয়ে বড় ঘোষণা

বিজ্ঞপ্তি জারি মেট্রোর।
Published By: Paramita PaulPosted: 10:50 PM Jun 02, 2025Updated: 11:09 PM Jun 02, 2025

নব্যেন্দু হাজরা: ফের বাড়ল দুই মেট্রোর মাঝের সময়ের ব্যবধান। আগামিকাল, মঙ্গলবার জোকা-মাঝেরহাট লাইনে ৪০ মিনিট অন্তর মিলবে মেট্রো। অর্থাৎ মেট্রোর সংখ্যা কমছে। বিজ্ঞপ্তি জারি করে জানাল মেট্রো রেল কর্তৃপক্ষ।

Advertisement

জানানো হয়েছে, মেট্রোয় যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। তাই এই লাইনে মঙ্গলবার দিনভর ৪০ মিনিট অন্তর চলবে মেট্রো। সম্প্রতি দু'টি মেট্রোর সময়ের ব্যবধান কমিয়ে ২৪ মিনিট করা হয়েছিল। কিন্তু আগামিকালের জন্য তা ফের বাড়ানো হল। তবে দিনের প্রথম ও শেষ মেট্রোর সময়ে কোনও বদল হচ্ছে না। রোজকার মতোই জোকা থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। মাঝেরহাট থেকে ছাড়বে ৮টা ২০ মিনিট। জোকা থেকে শেষ মেট্রো রাত আটটায় এবং মাঝেরহাট থেকে ৮টা ২০ মিনিটে। 

১৩ মে থেকে জোকা ও মাঝেরহাটের মধ্যে বেড়েছে মেট্রোর সংখ্যা। আগে কলকাতা মেট্রোর পার্পল লাইনে সোম থেকে শুক্রবারের মধ্যে সারাদিনে আপ-ডাউন মিলিয়ে মোট ১৮টি মেট্রো চলত। চলতি মাসেই সেই সংখ্যা বেড়ে হয়েছিল ৪০টি। পরে মেট্রোর সংখ্যা আরও বেড়ে আপ-ডাউন মিলিয়ে হয় ৬২। ফলে দুই মেট্রোর মধ্যে সময়ের ব্যবধানও কমে হয় ২৪ মিনিট। যা আগে ছিল ৪০ মিনিট। কিন্তু মঙ্গলবার ফের কমছে মেট্রোর সংখ্যা। বাড়ছে মাঝের সময়ের ব্যবধান। উল্লেখ্য, শনি ও রবিবার এই লাইনে মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের বাড়ল দুই মেট্রোর মাঝের সময়ের ব্যবধান।
  • মঙ্গলবার জোকা-মাঝেরহাট লাইনে ৪০ মিনিট অন্তর মিলবে মেট্রো।
  • মেট্রোর সংখ্যা কমছে।
Advertisement