shono
Advertisement
Raining in Kolkata

দিনদুপুরে আঁধার কলকাতায়! ফাল্গুনেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, কী হবে শীতের?

বসন্তে ভরা বর্ষার আমেজ বাংলায়।
Published By: Paramita PaulPosted: 11:38 AM Feb 20, 2025Updated: 12:10 PM Feb 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পূর্বাভাস সত্যি করে ফাল্গুনে বৃষ্টি। ভিজল পশ্চিমের জেলা থেকে খাস কলকাতাও। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। বেলা বাড়তেই মেঘে ছেয়ে যায়। বেলা সোয়া ১১টা থেকে আকাশ কালো করে কলকাতায় ঝেঁপে বৃষ্টি নামে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-এর ঝলকানি। 

Advertisement

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, কলকাতায়। চাঁদনি চক। ছবি: সুমন দাস

মাঘের শেষ থেকেই বাঙালির সাধের শীত চুরি গেছিল। গরমের আমেজ ছিল শহর কলকাতায়। দিনের বেলায় রীতিমতো ঘাম হচ্ছিল। কিন্তু জোড়া ঘূর্ণাবর্ত এবং সক্রিয় অক্ষরেখার প্রভাবে আচমকাই হাওয়া বদল। আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, বৃহস্পতিবার থেকে ঝেঁপে বৃষ্টি হবে কলকাতা-সহ পশ্চিমের কিছু জেলায়। বাদ পড়বে না নদিয়া, হাওড়া, উত্তর ২৪ পরগনাও। এদিন সকাল থেকেই সেই পূর্বাভাস সত্যি করে বৃষ্টি নামে রাজ্যজুড়ে। বেলা যত বেড়েছে বৃষ্টির দাপট ততই বেড়েছে। কিন্তু এর প্রভাবে কি ফিরবে শীতের আমেজ? কী বলছে হাওয়া অফিস?

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, কলকাতায়। ধর্মতলা। ছবি: সুমন দাস

 

রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে। আজ, বৃহস্পতিবার ও শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। বিক্ষিপ্তভাবে টানা চার দিন বৃষ্টি হলেও তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। সর্বনিম্ন তাপমাত্রা নতুন করে উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা নেই বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

 

তবে শুধু কলকাতা নয়, সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমানে। সকাল থেকেই পশ্চিম বর্ধমানে মেঘলা আকাশ। সেইসঙ্গে শুরু হয় বৃষ্টিপাত। বৃষ্টির ফলে বসন্তে প্রাক্কালে ঝরতে শুরু হয়েছে আকাশমনি, পলাশ ও রাধাচূড়া ফুল। কিছুটা ক্ষতি আমের মুকুলেও।

 

পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম,ভাতার , কাটোয়া মঙ্গলকোট প্রভৃতি এলাকায় দেখা যায় ঘরির কাঁটা নটা ছুঁতেই বৃষ্টিপাত শুরু হয়েছে। আউশগ্রামের একাংশে হাল্কা শিলাবৃষ্টিও দেখা যায়। পুরুলিয়া, হাওড়া, নদিয়ার মতো একাধিক জেলাতেও চলছে বৃষ্টি। আপাতত এই দুর্যোগ থামার লক্ষ্মণ নেই। চলবে রবিবার পর্যন্ত। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পূর্বাভাস সত্যি করে ফাল্গুনে বৃষ্টি।
  • ভিজল পশ্চিমের জেলা থেকে খাস কলকাতাও।
  • বেলা সোয়া ১১টা থেকে আকাশ কালো করে কলকাতায় ঝেঁপে বৃষ্টি নামে।
Advertisement