shono
Advertisement
Ram Navami

পুলিশের প্রস্তাবিত রুটেই রামনবমীর মিছিল, বাঁকুড়ায় VHP-র আবেদন খারিজ করে জানাল হাই কোর্ট

রামনবমী মহোৎসব উদযাপন কমিটির সেক্রেটারি রাম অবতার আগরওয়াল হাই কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন।
Published By: Sucheta SenguptaPosted: 03:59 PM Apr 03, 2025Updated: 04:03 PM Apr 03, 2025

গোবিন্দ রায় ও টিটুন মল্লিক: বাঁকুড়ায় রামনবমীর মিছিলের অনুমতি দিলেও রামনবমী মহোৎসব উদযাপন কমিটির আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। মসজিদের সামনে দিয়ে নয়, মিছিল হবে পুলিশের প্রস্তাবিত রুটেই। রামনবমীর দিন পুলিশ এবং উদ্যোক্তাদের যৌথ সম্মতিতেই বিকল্প রুট ঠিক করা হয়েছিল। সেই রুটে মিছিল করতে কোনও সমস্যা নেই বলে বৃহস্পতিবার সাফ জানিয়ে দিয়েছেন হাই কোর্টের বিচারপতি। বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএসের তৈরি যৌথ রামনবমী মহোৎসব উদযাপন কমিটির আবেদন ছিল, আগেকার রুট অর্থাৎ মসজিদের সামনে দিয়েই মিছিল করতে চায়। কিন্তু তা খারিজ করেছে হাই কোর্ট।

Advertisement

এত বছর ধরে বাঁকুড়া শহরের অহল্যাবাঈ রোডের পাঁচবাগা থেকে লালবাজার পর্যন্ত রামনবমীর মিছিল হতো। এই রাস্তার মধ্যে একটি মসজিদও রয়েছে। কিন্তু বছর তিন আগে এখান দিয়ে রামনবমীর মিছিল করার সময়ে অশান্তি দানা বেঁধেছিল। অভিযোগ ওঠে, মিছিল থেকে মসজিদ লক্ষ্য করে কেউ বা কারা ইট-পাথর ছুড়েছিল। তা নিয়ে বড়সড় অশান্তির পর মিছিলের রুট বদলে দেওয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ প্রশাসন। পরের বছর থেকে ওই একই রুটের মাঝে একটু পথ পরিবর্তন করে দেয় পুলিশ। ১০০ মিটার রাস্তা মসজিদের পিছন দিক থেকে ঘুরিয়ে বাইপাস দিয়ে মাচানতলা পর্যন্ত পৌঁছবে। যৌথ কমিটি, পুলিশ একসঙ্গে বসেই এই বিকল্প রুট ঠিক করে।

এদিন হাই কোর্ট জানিয়ে দিল, পুলিশের প্রস্তাবিত রুটে রামনবমীর মিছিল হবে। তাতে কোনও বাধা নেই। এনিয়ে রামনবমী মহোৎসব উদযাপন কমিটির সেক্রেটারি রাম অবতার আগরওয়াল বলেন, ''উচ্চ আদালতের রায়ে আমরা খুশি। তবে আশা করি, পরের বছর আমার পছন্দমতো রুটেই রামনবমীর মিছিল করতে পারব।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাঁকুড়ায় রামনবমীর মিছিলের অনুমতি দিল হাই কোর্ট।
  • মসজিদের সামনে দিয়ে নয়, পুলিশের প্রস্তাবিত বিকল্প রুটে হবে মিছিল।
Advertisement