shono
Advertisement
Sagarika Chatterjee

দ্বিতীয়বার সাত পাকে বাঁধা পড়লেন বাস্তবের 'মিসেস চ্যাটার্জী', চেনেন পাত্রকে?

তাঁদের বিশেষ মুহূর্তের সাক্ষী হলেন বৃন্দা কারাটও।
Published By: Tiyasha SarkarPosted: 10:26 AM Jul 04, 2025Updated: 11:15 AM Jul 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তানদের ফিরে পেতে নরওয়ে প্রশাসনের সঙ্গে লড়েছিলেন। দীর্ঘ লড়াইয়ে অবশেষ জয়ও এসেছিল। এবার সন্তানদের পাশে নিয়েই দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বাস্তবের 'মিসেস চ্যাটার্জী' সাগরিকা চট্টোপাধ্যায়। তাঁর বিশেষ মুহূর্তের সাক্ষী হলেন বৃন্দা কারাটও।

Advertisement

নরওয়ে প্রশাসনের সঙ্গে 'মিসেস চ্যাটার্জী'র লড়াই কারও অজানা নয়। ২০১২ সালে শুরু হয় তাঁর লড়াই। এরপর তাঁর জীবনের গল্প নিয়ে তৈরি রানি মুখোপাধ্যায় অভিনীত ছবি যখন সকলের চোখে জল এনেছে। সেই সময় প্রথম স্বামী অনুরূপ ভট্টাচার্য বিস্ফোরক দাবি করেছিলেন। সেই সময় কাগজে কলমে বিচ্ছেদ না হলেও আলাদাই থাকতেন তাঁরা। স্ত্রীর বিরুদ্ধে অন্য সম্পর্কে জড়ানোর অভিযোগ তুলে ছিলেন তিনি। যদিও সেসবকে গুরুত্ব দেননি সাগরিকা। পরবর্তীতে আইনি পথে বিচ্ছেদ হয়েছে তাঁদের। এরপর নতুন করে জীবন শুরুর স্বপ্ন দেখেন সাগরিকা।

কলকাতার বিরাটিতে দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সাগরিকা। তাঁর স্বামী প্রশান্ত। বিয়ের সন্ধ্য়ায় লেহেঙ্গায় সেজেছিলেন 'মিসেস চ্যাটার্জী'। তাঁর অতিথি তালিকায় ছিলেন বৃন্দা কারাট। এই বিয়েতে সাক্ষী হিসেবে সইও করেন তিনি। আর এই গোটা বিয়ের সাক্ষী সাগরিকার দুই সন্তান। যাদের ঘিরে সাগরিকার জীবনযুদ্ধ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সন্তানদের ফিরে পেতে নরওয়ে প্রশাসনের সঙ্গে লড়েছিলেন। দীর্ঘ লড়াইয়ে অবশেষ জয়ও এসেছিল।
  • এবার সন্তানদের পাশে নিয়েই দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বাস্তবের 'মিসেস চ্যাটার্জী' সাগরিকা চট্টোপাধ্যায়।
  • তাঁর বিশেষ মুহূর্তের সাক্ষী হলেন বৃন্দা কারাটও।
Advertisement