shono
Advertisement

Breaking News

‘প্রিয় দিদি’কে জন্মদিনের শুভেচ্ছা, মমতাকে ‘মিষ্টি’উপহার পাঠালেন সৌরভ গঙ্গোপাধ্যায়

মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি, রাজ্যপাল সিভি আনন্দ বোস।
Posted: 06:59 PM Jan 05, 2023Updated: 07:25 PM Jan 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর কাছে সকলেই খুব প্রিয়। বিশেষত প্রতিভাবান, কৃতী ব্যক্তিত্ব। আর বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)তো বিশ্বের নানা মাঠে দাপট দেখিয়ে রেকর্ড গড়েছেন। ফলে ‘দাদা’ যে ‘দিদি’র বিশেষ প্রিয় হবেন, তা তো বলাই বাহুল্য। সৌরভের জীবনের নানা ওঠাপড়ায় সর্বদা তাঁর পাশে থেকেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।তাঁকে ‘ভাই’ বলে সম্বোধন করেন। আর সৌরভও তাঁর প্রতি ভীষণ শ্রদ্ধাশীল। নানা সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ তিনি ফেরান না। সম্প্রতি বেশ কয়েকটি মঞ্চে তাঁকে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এবার তিনি মুখ্যমন্ত্রীর জন্মদিনে পাঠালেন ‘মিষ্টি’ উপহার।

Advertisement

বিভিন্ন নথি অনুযায়ী, ৫ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন (Birthday)। যদিও পরিবার ও ঘনিষ্ঠ বৃত্তের খবর, মমতার জন্ম অষ্টমী তিথিতে। তবে আমজনতা এই দিনেই তাঁর জন্মদিন পালন করে থাকেন। আসে অজস্র শুভেচ্ছাবার্তা। তবে এবছর প্রিয় দিদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে বিশেষ উপহার পাঠালেন তাঁর প্রিয় ভাই সৌরভ। ফেলু মোদকের তৈরি বিশেষ মিষ্টির (Sweets) থালি গেল মুখ্যমন্ত্রীর বাড়িতে। তাতে আকাশি রং দিয়ে লেখা – ‘শুভ জন্মদিন’। আর খয়েরি রঙে লেখা – ‘প্রিয় দিদি, ইতি সৌরভ’।

মিষ্টির থালিতে রয়েছে বড় আকারের একটি সন্দেশ মিষ্টি। আর তার মধ্যে অজস্র বাদাম দিয়ে সূক্ষ্ম কাজ করা। চারপাশেও ছোট ছোট সন্দেশ দিয়ে ভরা থালি। সন্ধেবেলা কালীঘাটের বাড়িতে পৌঁছল সেই মিষ্টি। তা পেয়ে আপ্লুত মুখ্যমন্ত্রী। যদিও তিনি অত্যন্ত স্বাস্থ্য সচেতন। খুব মেপে খাবার খান। ফলে এই কড়াপাকের সন্দেশটির হয়ত খুব কম অংশই তিনি চেখে দেখবেন। এমন মিষ্টি উপহারে মহারাজের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হলেও দু’পক্ষের ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, এটা নিতান্তই সৌজন্য।  রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্মদিনে মিষ্টি-সহ শুভেচ্ছা জানানোটা খুবই স্বাভাবিক।

[আরও পড়ুন: ঘুমন্ত বৃদ্ধার কম্বলে প্রস্রাব! ফের এয়ার ইন্ডিয়ার বিমানে যাত্রীর অভব্যতা]

এদিকে, বাংলার মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন।  পাশাপাশি, রাজ্যপাল সিভি আনন্দ বোসও তাঁকে শুভেচ্ছা জানান। শুভেচ্ছাবার্তায় তিনি লিখেছেন, ”দেশ আপনার থেকে অনেক কিছু আশা করে। আগামীতে আপনার চলার  পথে আলোয় ভরে উঠুক।”

[আরও পড়ুন: আরও বিপাকে ববিতা, এবার পরেশকন্যার থেকে পাওয়া ১৫ লক্ষ টাকা ব্যাংকে গচ্ছিত রাখার নির্দেশ হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement