shono
Advertisement
SIR Death in West Bengal

SIR আতঙ্কে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ২ লক্ষ টাকা সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

এসআইআর আতঙ্কে রাজ্যে ৩৯ জনের মৃত্যু হয়েছে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Published By: Tiyasha SarkarPosted: 03:19 PM Dec 02, 2025Updated: 05:23 PM Dec 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যজুড়ে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি করেছে এসআইআর (SIR in West Bengal)। দেশছাড়া হওয়ার ভয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে একাধিক। ভয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবরও প্রকাশ্যে এসেছে। নবান্ন থেকে এদিন গোটা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এসআইআর আতঙ্কে মৃতদের (SIR Death in West Bengal) পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করলেন তিনি। অসুস্থদেরও রাজ্যের তরফে আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছেন মমতা।

Advertisement

রাজ্যজুড়ে চলছে এসআইআর (SIR in Bengal) অর্থাৎ ভোটার তালিকা ত্রুটিমুক্ত করার কাজ। কমিশন সাফ জানিয়েছেন গোটা প্রক্রিয়াটা ঠিক কী, কীভাবে কাজ হবে। ২০০২ সালের ভোটার লিস্টে নিজের বা পরিবারের কারও নাম থাকলেও চিন্তার কোনও কারণ নেই বলে সাফ জানানো হয়েছে। তা সত্ত্বেও আমজনতার মনে বহু প্রশ্নের ভিড়, ভয়। যার পরিণতি হয়েছে ভয়ংকর। রাজ্যের বিভিন্ন প্রান্তে এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে অনেকের। কেউ ভবিষ্যৎ কী, সেই ভয়ে আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। কেউ আবার চাপ নিতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বলে দাবি। ৩ জন বিএলও কাজের চাপে মৃত্যুর পথ বেছে নিয়েছেন বলে খবর। 

বিএলও ও রাজ্যবাসী-সহ এসআইআর আতঙ্কে অসুস্থ ১৩ জন ভর্তি হাসপাতালে। মঙ্গলবার নবান্ন থেকে তাঁদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, "মৃত ২ বিএলওর পরিবার ২ লক্ষ টাকা নিয়েছে। ১ জন বাকি আছে। তাঁরা চাইলে নিয়ে যেতে পারেন। ৩৯ জন রাজ্যবাসীর আতঙ্কে মৃত্যু হয়েছে।  ১৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএলও-সহ। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। অসুস্থরা পাবেন ১ লক্ষ টাকা।" এরপরই মমতা বলেন, "দুর্ঘটনায় মৃত্যুতে যদি সাহায্য করা হয় এখন কেন করব না? মনে রাখতে হবে, মেয়েরা সংসার সামলায়, সরকারও।" 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজ্যজুড়ে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি করেছে এসআইআর। দেশছাড়া হওয়ার ভয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে একাধিক।
  • ভয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবরও প্রকাশ্যে এসেছে। নবান্ন থেকে এদিন গোটা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • এসআইআর আতঙ্কে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করলেন তিনি। অসুস্থদেরও রাজ্যের তরফে আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছেন মমতা।
Advertisement