বুদ্ধদেব সেনগুপ্ত: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ যতই এগোচ্ছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ উঠছে তত বেশি। এনুমারেশন ফর্ম বিলি ও জমা নেওয়ার সময় অনিয়মের অভিযোগ ওঠায় দুই ইআরও, দুই এইআরও ও এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে। এদের বিরুদ্ধে এফআইআর করতে জেলা শাসকদের নির্দেশ দিল নির্বাচন কমিশন। পুরুলিয়ার পাড়াতে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে এফআইআর করার পালটা হিসেবে এই নির্দেশ বলে মনে করছে রাজনৈতিক মহল।
এসআইআরকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের 'সৌজন্যে' রাজ্যজুড়ে রীতিমতো অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। সময়মতো শুনানিকেন্দ্রে পৌঁছতে পারবেন কি না, সেই আতঙ্কে মৃত্যু হয়েছিল পারা থানা এলাকার বৃদ্ধ দুর্জন মাজির। এই মৃত্যুর প্রতিবাদ জানিয়ে পুরুলিয়ার পারা থানায় জ্ঞানেশ কুমার ও মনোজ আগরওয়ালের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তৃণমূল। পালটায় এবার রীতমতো দাঁত-নখ বার করল কমিশন! এসআইআরের কাজে অনিয়মের অভিযোগ উঠেছিল ৫ রাজ্য সরকারি কর্মীর বিরুদ্ধে। এঁদের মধ্যে দু'জন বারুইপুর ও তিনজন পূর্ব মেদিনীপুরের ময়নার। এই পাঁচ রাজ্য সরকারি কর্মচারীর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হল জেলাশাসকদের। দ্রুত এফআইআর করে রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ভোটার তালিকা সংশোধনের কাজ সরেজমিনে খতিয়ে দেখতে আগামী সপ্তাহে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান যাচ্ছেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। হাওড়া জেলা পরিষদের সহ-সভাধিপতি অজয় ভট্টাচার্যর পর এবার এসআইআরের শুনানিতে ডাক পেলেন দক্ষিণ হাওড়ার তৃণমূল বিধায়ক নন্দিতা চৌধুরী। এসআইআরের খসড়া তালিকা প্রকাশের পর নথি যাচাইয়ের জেরে রাজ্যজুড়ে বহু ভোটারকে শুনানিতে হাজির হতে হচ্ছে। এই তালিকায় বাদ পড়ছেন না জনপ্রতিনিধিরাও। সেই তালিকায় এবার নাম উঠল দক্ষিণ হাওড়ার বিধায়ক নন্দিতা চৌধুরীর। জানা গিয়েছে, আগামী ৪ জানুয়ারি বিধায়ককে হাওড়া ময়দানে একটি এসআইআর শুনানি কেন্দ্রে ডাকা হয়েছে।
