shono
Advertisement
SIR in Bengal

প্রকাশিত খসড়া ভোটার তালিকা, বাদ কত? কোথায় কীভাবে দেখবেন নাম?

জেনে নিন খসড়া তালিকার খুঁটিনাটি।
Published By: Sucheta SenguptaPosted: 11:15 AM Dec 16, 2025Updated: 06:25 PM Dec 16, 2025

সুদীপ রায়চৌধুরী: বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শেষে মঙ্গলবার, ১৬ ডিসেম্বর প্রকাশ্যে এল খসড়া ভোটার তালিকা। নির্বাচন কমিশনের দেওয়া নির্দিষ্ট দুটি ওয়েবসাইটে দেখা যাচ্ছে বিস্তারিত তালিকা। এনুমারেশন ফর্ম পূরণ করার পর কাদের নাম উঠেছে খসড়া তালিকায়, বাদ পড়েছে কাদের নাম, মৃত, স্থানান্তরিত এমনকী 'ভূতুড়ে' ভোটারের সংখ্যাও জানা যাচ্ছে খসড়া তালিকা থেকে। একনজরে জেনে নিন তালিকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য।

Advertisement

খসড়া তালিকা থেকে নাম বাদ পড়েছে মোট ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের। এর মধ্যে নিখোঁজের সংখ্যা ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন। অনুপস্থিত ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন, মৃত ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ জন, ডুপ্লিকেট ভোটার ১ লক্ষ ৩৮ হাজার। 'ভূতুড়ে' ভোটারের সংখ্যাও উল্লেখ করা হয়েছে খসড়া তালিকায়। সেই সংখ্যা ১ লক্ষ ৮৩ হাজার ৩২৮।

আপনার নাম আছে কিনা, কীভাবে দেখবেন?

https://ceowestbengal.wb.gov.in/SIR অথবা https://electoralsearch.eci.gov.in/ ওয়েবসাইটে ক্লিক করলে দেখবেন বাঁদিকে রয়েছে EPIC Number এবং ডানদিকে রাজ্যের নাম দেওয়া জায়গা। এই দুই জায়গা পূরণ করতে হবে। অর্থাৎ আপনার EPIC Number এবং রাজ্যের নাম দিন। এর নিচে রয়েছে একটি captcha code, পাশের খালি জায়গায় কোড বসান। তার নিচে পাবেন SEARCH অপশন। সেখানে ক্লিক করলে নিজের নাম দেখতে পাবেন।

এছাড়া খসড়া ভোটার তালিকা দেখা যাবে কমিশনের অ্যাপ - ECINET. কীভাবে দেখবেন নিজের নাম? এই অ্যাপটি খোলার পর দেখবেন সবুজ রঙের একটি ফাঁকা জায়গায় লেখা ‘সার্চ ইয়োর নেম ইন ভোটার লিস্ট’। তাতে ‘ক্লিক’ করলে নতুন পাতা খুলে যাবে। তারপর ক্লিক করতে হবে ‘ভোটার আইডি/এপিক’ অপশনে। সেটিতে ক্লিক করলে নিচে ভোটার আইডি বা এপিক নম্বর দেওয়ার একটি জায়গা থাকবে। সেখানে নিজের এপিক নম্বর দিয়ে সার্চ অপশনে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন আপনার নাম খসড়া তালিকায় রয়েছে কি না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বঙ্গে SIR শেষে প্রকাশিত খসড়া ভোটার তালিকা।
  • বাদ ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম।
  • https://ceowestbengal.wb.gov.in/SIR অথবা https://electoralsearch.eci.gov.in/ ওয়েবসাইটে দেখতে পাবেন তালিকা।
Advertisement