সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীত আসা মানেই ত্বকের একটু বিশেষ যত্ন প্রয়োজন। আর যে কোনও মরশুমেই ত্বক বা চুলের বিশেষ যত্নে আমরা বারংবার টিপস দিয়ে থাকি মূলত মহিলাদের। কিন্তু না, শীতে একইভাবে পুরুষদেরও ত্বকের যত্ন প্রয়োজন। কীভাবে তা করবেন রইল তারই টিপস।
ঠোঁটের ত্বক যেহেতু বেশিই নরম হয় সেহেতু বাজারচলতি লিপবাম ব্যবহার না করে বিশেষ কিছু উপকরণ দিয়ে ঠোঁটের পরিচর্যা করতে পারবেন অনায়াসে। একটি ছোট পাত্রে এক চামচ মধু, এক চামচ চিনি ও এক চামচ অলিভ অয়েল নিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়ে তা ঠোঁটে মিনিট দশ মতো রেখে ধুয়ে ফেলুন। এতে ঠোঁটের স্বাস্থ্য ভালো থাকবে শীতকালে।
যেহেতু সিংহভাগ পুরুষেরই ধূমপান করার অভ্যাস থাকে তাই ঠোঁট কালচে হয়ে যাওয়ার মতো সমস্যা থেকেই যায়। তাই ঘরোয়া পদ্ধতিতে তৈরি লিপ স্ক্রাবার দিয়ে অনায়াসেই সেই কালো দাগ তুলে ফেলতে পারবেন।
বানিয়ে ফেলতে পারবেন অনায়াসে বাড়িতে বিশেষ লিপবামও। মধু, নারকেল তেল, শিয়া বাটার দিয়ে একটি মিশ্রণ বানিয়ে তা ঠোঁটে বেশ কিছুক্ষণ রেখে ধুয়ে লিপ বাম লাগিয়ে নিম এতে ঠোঁট আদ্র থাকবে।
বাজারচলতি লিপবামের বদলে বাড়িতেই নারকেল তেল ও যে কোনও পেট্রোলিয়াম জেলি নিয়ে তা একসঙ্গে গরম করে ঘন হয়ে এলে তা ঠাণ্ডা করে নিয়ে ব্যবহার করুন লিপ বাম হিসেবে। অনায়াসেই পুরুষরা এই শীতে উপকার পাবেন এই পদ্ধতিতে।
