shono
Advertisement

Breaking News

‘দুর্নীতি হলে শাস্তির ব্যবস্থা করুক ইডি, হেনস্তা নয়’, বলেছেন ইয়েচুরি

রাজ্যে এসে ইয়েচুরি বুঝিয়ে দিলেন ইন্ডিয়া জোটে দরকার তৃণমূলকে।
Posted: 02:06 PM Nov 03, 2023Updated: 02:06 PM Nov 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক দুর্নীতির অভিযোগে বিদ্ধ রাজ্যের শাসক দল। তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী জেলে। শাসকদলের দুর্নীতি নিয়ে দিনরাত গলা ফাটাচ্ছেন রাজ্যের সিপিএম কর্মীরা। অথচ দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechuri) অনেকটা তৃণমূলের সুরে সুর মিলিয়েই হেনস্তার তত্ত্বে সিলমোহর দিলেন।

Advertisement

রাজ্যে সিপিএমের বর্ধিত অধিবেশনের উদ্বোধনে এসে এদিন দলের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছেন ইয়েচুরি। তিনি স্পষ্ট করে দিয়েছেন, “তৃণমূল (TMC) বিজেপির বিকল্প হতে পারে না। আগে আপস করেছে। হয়তো পরে আবার করবে। কিন্তু আজ ভারতকে আর ভারতবাসীকে বাঁচাতে বিজেপিকে সরকার থেকে সরাতে হবে। আগে ভারতকে বাঁচানো দরকার। তার পর নাহয় অন্য কিছু ভাবা যাবে।”

[আরও পড়ুন: ‘গোটা গাজা ঘিরে ফেলেছি’, হুঙ্কার ইজরায়েলের, মৃতের সংখ্যা ছাড়াল ৯ হাজার]

ইয়েচুরির বক্তব্য, বিজেপিকে (BJP) হারানোর লক্ষ্যে এবং দেশের ভালোর জন্য যেই তোমাকে সমর্থন করছে, তাঁর সাহায্য নাও। তৃণমূল দুর্নীতিগ্রস্ত, জন বিরোধী, অগণতান্ত্রিক। ওরা বাংলায় গণতান্ত্রিক ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা ভেঙে দিয়েছে। সব ঠিক কিন্তু আরএসএস এবং বিজেপির রাজনৈতিক আদর্শের বিরুদ্ধেই মূল লড়াই। একই সঙ্গে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে।” ইয়েচুরি বুঝিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় স্তরে বিজেপিকে সরাতে তৃণমূলের সমর্থন প্রয়োজন।

[আরও পড়ুন: Jyotipriya Mallick: ‘মমতাদি সব জানে, আমি দলের সঙ্গে আছি’, ফের নিজেকে ‘নির্দোষ’ দাবি জ্যোতিপ্রিয়র]

এর পর রাজ্যের দুর্নীতি নিয়ে প্রশ্ন করা হলে সিপিএমের (CPIM) সাধারণ সম্পাদক বলেন, ইডি যদি সত্যি তদন্ত করতে চায়, তাহলে যারা দোষ করেছে তাঁদের দোষ প্রমাণ করে শাস্তির ব্যবস্থা করুক। কিন্তু বিরোধীদের হেনস্তা মেনে নেওয়া হবে না। ঠিক এই একই সুরে শোনা যায় রাজ্যের শাসক দলের নেতাদের মুখেও। সিপিএমের সাধারণ সম্পাদক এদিন তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব হয়েও ইডির ভূমিকা নিয়ে একপ্রকার প্রশ্ন তুলে দিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement