সুব্রত বিশ্বাস: রেলট্র্যাক, সিগন্যাল, ওভারহেডে বৈদ্যুতিকীকরণের কাজ। রবিবার হাওড়া শাখায় একাধিক ট্রেন বাতিল (Cancel)। বেশ কয়েকটি ট্রেনের গতিপথ বদল করা হয়েছে। হাওড়া-বর্ধমান (Howrah-Burdwan) কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, খানা-গুমানি সেকশনে বিভাগে ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি জারি করেছে রেল। যে ট্রেনগুলি বাতিল হয়েছে, দেখে নিন সেই তালিকা –
- হাওড়া থেকে বাতিল ৪টি ট্রেন
- বর্ধমান, ব্যান্ডেল, নৈহাটি থেকে ২টি করে ট্রেন বাতিল
- ডানকুনি, শিয়ালদহ থেকে ১টি করে ট্রেন এবং
- কাটোয়া-তারকেশ্বর থেকে ২টি করে ট্রেন বাতিল হয়েছে।
[আরও পড়ুন: Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন সফরকারী সাংবাদিকদের নিয়ে ‘কুৎসা’, কড়া ব্যবস্থা নেবে রাজ্য সরকার]
যে সব ট্রেনের সূচি বদল হয়েছে, সেগুলি হল –
- ৩৭৩২৮ ট্রেনটি ১১.১৫ এর বদলে ১১.৩০এ ছাড়বে
- ১২৩৪৮ ট্রেনটি রামপুরহাট থেকে বিকেল ৪.৪০এর বদলে ৫.১০এ ছাড়বে
- ১৩০১৫ হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস ১ ঘণ্টা দেরিতে চলবে
- ১২৩৪৭ হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস ৪৫ মিনিট দেরিতে চলবে
- ১৩০৩১ হাওড়া-জয়নগর এক্সপ্রেস ৩০ মিনিট দেরিতে চলবে
- ০৩০৯৬ আজিমগঞ্জ-কাটোয়া MEMU স্পেশাল ৩০ মিনিট দেরিতে চলবে
রেলের (Indian Railway) তরফে জানানো হয়েছে, যাত্রী পরিষেবার সুবিধার্থে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ হবে হাওড়া-বর্ধমান লাইনে। রেলকর্তাদের দাবি, এই লাইনে নিয়মিত ট্রেন বিলম্বের যে অভিযোগ ওঠে, তার সুরাহা হবে। এছাড়া যাত্রীদের সুরক্ষাও (Security) বাড়বে বলে দাবি। পাশাপাশি এসব ট্রেন বাতিল ও রুটবদলের কারণে যাত্রীদের সমস্যার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে রেলের তরফে।