shono
Advertisement

Breaking News

Calcutta High Court

শিক্ষক নিয়োগে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য ও এসএসসি

আগামিকাল, সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
Published By: Suhrid DasPosted: 07:18 PM Jul 08, 2025Updated: 07:18 PM Jul 08, 2025

গোবিন্দ রায়: শিক্ষক নিয়োগে এসএসসির বিজ্ঞপ্তি নিয়ে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি সৌগত ভট্টাচার্যর নির্দেশকে চ্যালেঞ্জ জানাল রাজ্য ও এসএসসি। ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার আবেদন জানানো হয়। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই আবেদন জানানো হয়। সেই মামলা দায়েরের অনুমতি দিয়েছে বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ। আগামিকাল, বুধবার সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে খবর।

Advertisement

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি জারি করেছিল। সেই বিজ্ঞপ্তির প্রেক্ষিতে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে সেই মামলার শুনানি চলে। গতকাল সেই মামলায় বিচারপতি নির্দেশ দেন, সুপ্রিম কোর্টের রায় মেনে এসএসসি নিয়োগ প্রক্রিয়া থেকে পুরোপুরি বাদ দিতে হবে ‘চিহ্নিত অযোগ্য’দের। তেমন কেউ ইতিমধ্যে আবেদন করলে তা অবিলম্বে বাতিল করতে হবে। শুধু তাইই নয়, ফের নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারির নির্দেশ কলকাতা হাই কোর্টের।

সোমবার নির্দিষ্টভাবে ‘চিহ্নিত অযোগ্য’দের নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, “সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে ‘চিহ্নিত অযোগ্য’রা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্টভাবে ‘চিহ্নিত অযোগ্য’রা বয়সজনিত ছাড় পাবেন না। যদি নির্দিষ্টভাবে ‘চিহ্নিত অযোগ্য’রা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ না নিতে পারেন, তাহলে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া ‘অসফল’ চাকরিপ্রার্থীরাও অংশ নিতে পারবেন না।” রাজ্যের তরফে বলা হয়, “সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে, নির্দিষ্টভাবে ‘চিহ্নিত অযোগ্য’রা ভবিষ্যতে কোনও নিয়োগে অংশ নিতে পারবেন না। আর তাঁদের শিক্ষকতার অভিজ্ঞতাও কেড়ে নেওয়া হয়নি।” সওয়াল জবাব শোনার পর বিচারপতির নির্দেশ, সুপ্রিম কোর্টের নির্দেশমতো নিয়োগ প্রক্রিয়া থেকে ‘চিহ্নিত অযোগ্য’দের বাদ দিতে হবে। যদি কোনও নির্দিষ্টভাবে ‘চিহ্নিত অযোগ্য’ ব্যক্তি ইতিমধ্যে আবেদন করে থাকেন, তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে।

বিচারপতি সৌগত ভট্টাচার্যর নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার রাজ্য ও এসএসসি কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে গেল। এদিকে এদিনই সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যে ডিভিশন বেঞ্চে মামলা করেছেন বঞ্চিত চাকরিপ্রার্থীদের একাংশও। যে নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেই বিষয়ে একাধিক প্রশ্ন তুলেছেন পরীক্ষার্থীদের একাংশ।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শিক্ষক নিয়োগে এসএসসির বিজ্ঞপ্তি নিয়ে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি সৌগত ভট্টাচার্যর নির্দেশকে চ্যালেঞ্জ জানাল রাজ্য ও এসএসসি।
  • ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার আবেদন জানানো হয়।
Advertisement