গোবিন্দ রায়: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। শুক্রবার ইডির মামলায় তাঁর জামিন মঞ্জুর করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। তবে একাধিক শর্তপালন করতে হবে তাঁকে। এদিকে সিবিআইয়ের মামলা থাকায় এখনই জেলমুক্তি হচ্ছে না সুজয়কৃষ্ণের।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করেছিল ইডি। সেই মামলার প্রেক্ষিতে জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। গত মাসেই শেষ হয় শুনানি। শুক্রবার তাঁর জামিন মঞ্জুর করেন বিচারপতি শুভ্রা ঘোষ। তবে বেশ কয়েকটি শর্ত মানতে হবে সুজয়কৃষ্ণকে। জমা রাখতে হবে পাসপোর্ট। নিম্ন আদালতের এলাকা ছাড়তে পারবেন না তিনি। শুনানির দিন নিম্ন আদালতে হাজিরা দিতে হবে তাঁকে। কোনও নথি বিকৃত করতে করতে পারবেন না। নিম্ন আদালতের অনুমতি ছাড়া ফোন নম্বর বদল করতে পারবেন না।
তবে অন্য মামলাও রয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রের। সিবিআইয়ের একটি মামলায় হাই কোর্টে আগাম জামিনের আর্জি জানিয়েছেন তিনি। তা মঞ্জুর হলেই জেলমুক্তি হবে তাঁর। তবে আপাতত জেলেই থাকতে হবে কালীঘাটের কাকুকে। উল্লেখ্য, রাহুল বেরা নামক এক সিভিক ভলান্টিয়ারের সঙ্গে কথোপকথনের রেকর্ডিংয়ের সূত্র ধরে গত বছর ৩০ মে গ্রেপ্তার হয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। আগে তাঁর জামিন মামলার শুনানি চলছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। পরে এই মামলার বিচার বিভাগীয় বিষয়ে বদল হওয়ায় মামলা আসে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে।