রূপায়ণ গঙ্গোপাধ্যায়: রাজ্য বিজেপিতে সংখ্যালঘু ইস্যুতে শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক বিস্ফোরক মন্তব্যের বিরুদ্ধ মত প্রকাশ্যে। এ ব্যাপারে গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও শুভেন্দুর অবস্থান পরস্পরের একেবারে বিপরীত। ইতিপূর্বে দিলীপ ঘোষও বিরুদ্ধ মত পোষণ করেছিলেন।

ক'দিন আগেই আগামী বিধানসভা ভোটে তৃণমূলের টিকিটে জিতে যেসব মুসলিম বিধায়ক বিধানসভায় আসবেন, তাঁদের ‘চ্যাংদোলা’ করে রাস্তায় ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন বিরোধী দলনেতা। এভাবে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করে শুভেন্দুর এমন মন্তব্যে ক্ষোভ জমছে বিজেপিতেই। হতাশ পদ্ম শিবিরের সংখ্যালঘু নেতা—কর্মীরা। আর তাই কার্যত চাপে পড়ে ‘মলম’ লাগাতে শুক্রবার এ প্রসঙ্গে সুকান্তর বক্তব্য, ‘‘সংখ্যালঘুদের আমরা সন্মান করি। তারাও এ দেশের নাগরিক। ওই সম্প্রদায় আজ না হলেও কাল আমাদের ভোট দেবে। গত লোকসভা ভোটে রায়গঞ্জেও বিজেপি প্রার্থী সংখ্যালঘু অধ্যুষিত বুথে ভোট পেয়েছেন। আমরা সবার ভোটের জন্য লড়ব।’’
সংখ্যালঘুদের নিয়ে শুভেন্দুর মন্তব্যে বসিরহাট, স্বরূপনগরে বিজেপি কর্মীরা ক্ষোভ জানিয়েছেন। সেই পরিস্থিতি সামাল দিতেই সংখ্যালঘু প্রশ্নে বিরোধী দলনেতার সঙ্গে তিনি যে সহমত নন, তা এদিন স্পষ্ট করে দিয়েছেন সুকান্ত। এদিকে, বিরোধী দলনেতা যখন বিধানসভা ভোটে আসনের টার্গেট ক্রমশ কমাচ্ছেন, সে বিষয়েও এদিন মুখ খুলেছেন সুকান্ত। ১৮০ আসনের টার্গেট থেকে শুভেন্দু ১৫০-য় নেমে এসেছেন। সুকান্তর বক্তব্য, "২৯৪টি বিধানসভাতেই সমানভাবে লড়বে বিজেপি। এরকম কোনও সংখ্যা আমরা আলাদাভাবে করি না।" সবমিলিয়ে দলের অন্দরেই ক্রমেই কোণঠাসা হচ্ছেন বিরোধী দলনেতা।