shono
Advertisement

Breaking News

Thai Lion Air

ফের যান্ত্রিক ত্রুটি! কলকাতা থেকে উড়তেই পারল না থাই লায়ন এয়ারের ব্যাংককগামী বিমান

ফের বিমান বিভ্রাট!
Published By: Subhodeep MullickPosted: 04:40 PM Jul 05, 2025Updated: 04:47 PM Jul 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবার বিমান বিভ্রাট! এবার যান্ত্রিক ত্রুটির জেরে কলকাতা থেকে উড়তেই পারল না ব্যাংককগামী থাই লায়ন এয়ারের উড়ান। তারপরই কর্তৃপক্ষের তরফে বিমানটিকে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

জানা গিয়েছে, শনিবার দুপুর ২টো ৩৫ মিনিট নাগাদ কলকাতা থেকে ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল বিমানটির। কিন্তু ওড়ার আগে যখন বিমানটির পরিস্থিতি খতিয়ে দেখা হয়, তখনই উড়ানটিতে যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেন বিমানকর্মীরা। তড়িঘড়ি সেটিকে পার্কিং এলাকায় ফিরিয়ে আনা হয়। পরে উড়ানটিকে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয় কর্তৃপক্ষের তরফে। এই ঘটনার পরেই বিমান সংস্থার প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। তাঁদের অভিযোগ, বিমানের ভিতরে এসি চলছিল না। ফলে গরমে সমস্যায় পড়তে হয় তাঁদের।

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এক আধিকারিক বলেন, “১৫১ জন যাত্রী নিয়ে ব্যাংককের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল বিমানটির। কিন্তু বিমানের পরিস্থিতি খতিয়ে দেখার সময় সেখানে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। তাই নিরাপত্তার কথা মাথায় রেখে উড়ানটিকে বাতিল করে দেওয়া হয়েছে। বিমানের যাত্রীদের হোটেলেরও ব্যবস্থা করে দেওয়া হয়। পরে অন্য একটি উড়ানের মাধ্যমে তাঁদের ব্যাংককে পৌঁছে দেওয়া হয়।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যান্ত্রিক ত্রুটির জেরে কলকাতা থেকে উড়তেই পারল না ব্যাংককগামী থাই লায়ন এয়ারের উড়ান।
  • তারপরই কর্তৃপক্ষের তরফে বিমানটিকে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
Advertisement