বিধান নস্কর, বিধাননগর: শীতের রাতে নাগেরবাজারে পরপর দুটি রঙের দোকানে চুরি। দুটি দোকান থেকে প্রায় ৬ লাখ টাকা চুরি গিয়েছে বলে দাবি দোকান মালিকদের। দোকানগুলির সিসিটিভি ফুটেজে সেই চুরির ছবি ধরা পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে নাগেরবাজার থানার পুলিশ। শহরের উপকন্ঠে পরপর দুটি দোকানে চুরির ঘটনায় পরিচিত কেউ জড়িত কি না সেই প্রশ্ন উঠছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তে নেমেছে পুলিশ।
দোকান মালিকদের থেকে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে একটি দোকানের ছাদের গেটের গ্রিল কেটে দোকানের ভিতরে প্রবেশ করে চোর। তারপর আলমারি ভেঙে চুরি করে। ভাঙে দুটি ক্যাশ বাক্সও। দোকানে থাকা প্রায় ৫০ হাজার টাকা নগদ নিয়ে, সামনের গেট ভেঙে পালিয়ে যায়। এরপরই সেই ব্যক্তিই পাশের অন্য একটি দোকানে চুরি করে বলে দাবি।
পাশের রঙের দোকানেরও জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে আলমারি থেকে টাকা চুরি করে। সেখান থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় চোর। এক দোকানের মালিক রাজীব দাস বলেন, "সিসিটিভি ফুটেজে দেখিছি লুঙ্গি পরা, মুখ ঢাকা মধ্যবয়স্ক এক ব্যক্তি দোকানে ঢুকে চুরি করছে। ৫০ হাজার টাকা চুরি গিয়েছে।" একইসঙ্গে পরপর দুটি দোকানে চুরি হওয়ায় সন্দেহ প্রকাশ করেছেন তিনি। পাশের চুরি যাওয়া দোকানের মালিক জানাচ্ছেন, "পেমেন্ট করার জন্য দোকানে টাকা রাখা ছিল। জানলা ভেঙে দোকানে ঢুকে সাড়ে পাঁচ লাখ টাকা চুরি করে পালিয়েছে। পাশের দোকানে যে ব্যক্তি চুরি করেছে, সেই এখানেও এই কাণ্ড করে বলে মনে হচ্ছে। ৯০ সাল থেকে ব্যবসা করছি এই রকম হয়নি।"
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি তদন্তকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করা হয়েছে। ফুটেজে একজনকে দেখা গেলেও ঘটনায় আরও কেউ যুক্ত আছে কি না খতিয়ে দেখছেন তদন্তকারীরা।