সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানের দিন প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার দুপুরে কৃষ্ণনগরের জনসভা থেকে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তার কয়েকঘণ্টার মধ্যে তিন ধৃতকে জামিনে মুক্তি দিল কলকাতার ব্যাঙ্কশাল আদালত। এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয় তাদের। এদিকে, জামিন পাওয়ার পরই প্যাটিস বিক্রেতার বিরুদ্ধে আমিষ প্যাটিসকে নিরামিষ বলে বিক্রি করার অভিযোগ তুলেছেন ধৃতরা। প্যাটিস বিক্রেতার বিরুদ্ধে ময়দান থানায় অভিযোগও দায়ের করা হয়।
অভিযুক্তদের আইনজীবীর দাবি ঘটনাটি ভুলভাবে প্রচার করা হচ্ছে। প্যাটিস বিক্রি নিয়ে কোনও সমস্যা তৈরি হয়নি। আদতে নিরামিষ বলে আমিষ প্যাটিস বিক্রি করায় বিক্রেতার উপর মেজাজ হারান ক্রেতারা। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে তাঁর সঙ্গে ঝগড়াঝাটি এবং হাতাহাতিও হয়। যদিও সরকারি আইনজীবী অভিজিৎ চট্টোপাধ্যায় সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, মোটেও তা হয়নি। আমিষ প্যাটিস বিক্রির অভিযোগে ওই বিক্রেতাকে হেনস্তা করা হয়। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে অভিযোগ দায়ের হয়। আর ধর্মীয় ভাবাবেগে আঘাত জামিন অযোগ্য অপরাধ। তাই ধৃতদের জামিন দেওয়া উচিত নয় বলে দাবি করেন তিনি। যদিও আদালত ওই তিনজকে জামিনে মুক্তি দেয়।
প্রসঙ্গত, গত রবিবার ব্রিগেডে ‘৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ অনুষ্ঠানের আয়োজন করেছিল আরএসএস ঘনিষ্ঠ সনাতন সংস্কৃতি সংসদ। ওইদিন সেখানে চিকেন প্যাটিস বিক্রি করতে গিয়েছিলেন ২ জন। একজন আরামবাগের বাসিন্দা শেখ রিয়াজুল। অন্যজন তপসিয়ার মহম্মদ সালাউদ্দিন। অভিযোগ, গীতাপাঠের অনুষ্ঠানের শামিল হওয়া কয়েকজন যুবক তাঁদের হেনস্তা করে। প্যাটিস ফেলে দেওয়ার পাশাপাশি তাঁদের মারধর করার অভিযোগ ওঠে। কান ধরে ওঠবোসও করানো হয়। রিয়াজুলের প্রায় ৩ হাজার টাকা খাবার নষ্ট হয়। জানা যায়, ধর্মীয় অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রি কেন? এই প্রশ্ন তুলেই হামলা চালানো হয় তাঁদের উপর। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ২ বিক্রেতাকে হেনস্তার ভিডিও। এরপরই ময়দান থানায় দু’টি আলাদা অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করে ময়দান থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃত সৌমিক ঘোষ উত্তর ২৪ পরগনার গোবরডাঙার বাসিন্দা। গ্রেপ্তার হওয়া তরুণ ভট্টাচার্য হুগলির উত্তরপাড়ার বাসিন্দা। আরেক ধৃত স্বর্ণেন্দু চক্রবর্তী অশোকনগরের বাসিন্দা। প্রত্যেকেই বর্তমানে জামিনে মুক্ত।
