shono
Advertisement
Entally

'জলদি নিচে যা', মায়ের বকুনিতে চরম বিপদ! এন্টালিতে লিফটের গর্তে আটকে মৃত্যু ৩ বছরের শিশুর

এন্টালি থানায় দায়ের হওয়া একটি নিখোঁজ ডায়েরির ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে উদ্ধার করে দেহ।
Published By: Sucheta SenguptaPosted: 11:50 AM Jan 22, 2026Updated: 12:32 PM Jan 22, 2026

মায়ের সঙ্গে জামাকাপড় তুলতে চারতলার ছাদে উঠে গিয়েছিল ৩ বছরের ছেলে। সন্তানের নিরাপত্তার কথা মাথায় রেখে মা তাকে নিচে চলে যেতে বলেন। মায়ের বকুনি খেয়ে নিচে নামতে গিয়েই ঘটে গেল চরম বিপদ! এন্টালির (Entally) নির্মীয়মাণ বহুতলের লিফটের গর্তে আটকে মৃত্যু হল খুদের। থানায় দায়ের হওয়া একটি নিখোঁজ ডায়েরির সূত্র ধরে তদন্তে নেমে পুলিশ দেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে তার মাথায় আঘাতের চিহ্ন মিলেছে। শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে।

Advertisement

এন্টালির ৪/৫১ কনভেন্ট রোডে তৈরি হচ্ছিল একটি বহুতল। তার আশপাশের এলাকার বাসিন্দা রাজকুমার রাজবংশী। বুধবার রাতে এন্টালি থানায় তিনি ৩ বছরের ছেলে, প্রীতমের জন্য নিখোঁজ ডায়েরি দায়ের করেন। জানান যে বিকেলের পর থেকে ছেলেকে আর পাওয়া যাচ্ছে না। তার আগে প্রীতম মা কাজল কুমারীর সঙ্গে চারতলার ছাদে উঠেছিল। মা জামাকাপড় তুলতে তুলতে ছেলেকে নিচে নেমে যেতে বলেন। তারপর কাজল নিচে নেমে আর কোথাও প্রীতমকে দেখতে পাননি। তাই নিখোঁজ ডায়েরি করতে এসেছেন বলে জানান রাজকুমার।

এর ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। নির্মীয়মাণ আবাসনের চারপাশে খোঁজাখুঁজি শুরু হয়। শেষমেশ আবাসনের লিফট তৈরির জন্য যে ফাঁকা জায়গা ছিল, তার কাছেই প্রীতমকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া  হলেও প্রাণে বাঁচানো যায়নি। পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, মাথায় আঘাত রয়েছে তিন বছরের ওই শিশুর। মনে করা হচ্ছে, সিঁড়ি দিয়ে নামার সময়েই কোনওভাবে লিফটের গর্তের কাছে চলে যায় সে। আর সেখানে পড়ে গিয়ে মাথায় লেগে মৃত্যু হয়। তবে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার রিপোর্ট এলেই স্পষ্ট হবে মৃত্যুর আসল কারণ। তবে এভাবে ছেলেকে হারিয়ে শোকে আকুল মা-বাবা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement