shono
Advertisement
SSC Recruitment

একাদশ-দ্বাদশের মেধাতালিকায় উল্লেখযোগ্য চাকরিহারাদের উপস্থিতি, ভোটের আগেই নিয়োগের চেষ্টায় রাজ্য 

গত বছর, ১৪ সেপ্টেম্বর ১২,৪৪৫ শূন্যপদে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষার আয়োজন করেছিল স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষায় বসেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন। রেজাল্ট বের হয় গত ৭ নভেম্বর।
Published By: Subhankar PatraPosted: 09:01 AM Jan 22, 2026Updated: 11:46 AM Jan 22, 2026

প্রকাশিত হয়েছে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের মেধাতালিকা। প্যানেল ও ওয়েটিং লিস্ট মিলিয়ে ১৮ হাজার ৯০০ জনের নাম প্রকাশ হয়েছে তালিকায়। এর মধ্যে চাকরিহারা যোগ্য ১০ হাজার শিক্ষক-শিক্ষিকার নাম থাকতে পারে বলে সূত্রের খবর। দীর্ঘ অনিশ্চয়তার পর তাঁরা এবার কিছুটা আলো দেখবেন বলে মনে করা হচ্ছে। পরীক্ষায় কারা উত্তীর্ণ হয়ে অনুমোদনপত্র পাবেন, কারা অপেক্ষার তালিকায় থাকবেন এবং কারা বাদ পড়েছেন তাও জানানো হয়েছে তালিকায়।

Advertisement

গত বছর, ১৪ সেপ্টেম্বর ১২,৪৪৫ শূন্যপদে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষার আয়োজন করেছিল স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষায় বসেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন। রেজাল্ট বের হয় গত ৭ নভেম্বর। একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মেধাতালিকা প্রকাশের জন্য ২১ জানুয়ারি ছিল স্কুল সার্ভিস কমিশনের নির্ধারিত ডেডলাইন।

বুধবার রাতে এসএসসির ওয়েবসাইটে মেধাতালিকা প্রকাশের কথা জানান এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। ২৩ ও ২৬ জানুয়ারির ছুটি মিটলে সম্ভবত ২৭ জানুয়ারি থেকেই মেধাতালিকায় থাকা প্রার্থীদের কাউন্সেলিংয়ে ডাকা হবে। সেখানে স্কুল বাছাই পর্ব মেটার পরেই নির্বাচিতরা নিয়োগ পেয়ে যাবেন।

মেধাতালিকা ঘিরে বিশেষভাবে নজর রয়েছে চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে। এই নিয়ে দীর্ঘ আইনি লড়াইও হয়। তবে মোট কতজন যোগ্য চাকরিহারার নাম মেধাতালিকায় রয়েছে তা বিশ্লেষণ না করে বলা সম্ভব নয় বলে জানান শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী। সুপ্রিম কোর্ট আগস্ট ২০২৬ পর্যন্ত সময় বৃদ্ধি করলেও বিধানসভা ভোটের আগেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলতে চাইছে সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement