shono
Advertisement

SSC Scam: বাম আমলে চাকরি থেকে বঞ্চিত কারা? দুর্নীতি ফাঁস করতে ‘যোগ্য’দের তালিকা বানাচ্ছে TMC

বামনেতা ঘনিষ্ঠ চাকরিপ্রাপকদের তালিকা চাইল তৃণমূল।
Posted: 08:45 AM Mar 26, 2023Updated: 08:51 AM Mar 26, 2023

স্টাফ রিপোর্টার: বাম আমলে নিয়োগ দুর্নীতি নিয়ে সরব তৃণমূল (TMC)। বাম জমানায় শিক্ষাক্ষেত্রে নিয়োগে ব্যাপকভাবে অনিয়মের অভিযোগ আসছে জানিয়ে তদন্ত শুরুর ইঙ্গিতও দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবার সিপিএমের (CPM) রাজত্বে যারা যোগ্য হয়েও সরকারি চাকরির ক্ষেত্রে বঞ্চিত হয়েছেন তাঁদের কাছ থেকে অভিযোগ শুনতে চায় তৃণমূল।

Advertisement

সিপিএমের রাজত্বে সরকারি চাকরির ক্ষেত্রে বঞ্চিতদের থেকে বিস্তারিত জানতে তাঁদের নাম, জেলা, ফোন নম্বর-সহ পরীক্ষার ভ্যালিড ডকুমেন্ট নির্দিষ্ট মেল আইডি-তে পাঠাতে বলল তৃণমূল আইটি সেল। তৃণমূল আইটি সেলের তরফে রাজ্যের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য ফেসবুক পোস্টে এই আবেদন করেছেন। যে মেল আইডি-তে অভিযোগ পাঠাতে বলা হয়েছে সেটি হল, cpm cheatedUs@gmail.com। দেবাংশুর বক্তব্য, এই অভিযোগ জানানোর ক্ষেত্রে কেউ যদি তার নাম ও পরিচয় গোপন রাখতে চায়, তাহলে তা প্রকাশ্যে আনা হবে না।

[আরও পড়ুন: ‘বার্গার, প্যাটিস নিয়ে ধরনা…’, অনশন চালাতে না পেরে মুখ্যমন্ত্রীকে নিশানা ডিএ আন্দোলনকারীদের]

শনিবার এক ফেসবুক পোস্টে তৃণমূল আইটি সেলের তরফে দেবাংশু ভট্টাচার্য জরুরি ঘোষণা হিসেবে লিখেছেন, “সিপিএমের দখলদারির রাজত্বে যাঁরা যোগ্য হয়েও সরকারি চাকরির ক্ষেত্রে বঞ্চিত হয়েছেন কমরেডদের বউ, শালা, ভাই, দাদা বা ভাগ্নেদের জন্য, বিশেষত ২০০৭-২০১০ পর্যন্ত যাদের চাকরির পরীক্ষার নম্বর ট্যাম্পারিং হয়েছে বলে বিশ্বাস করেন, তাঁরা নিজেদের নাম, জেলা, ফোন নম্বর ও পরীক্ষার ভ্যালিড ডকুমেন্ট সহ এই আইডি তে মেল করুন। আপনার কাগজ বৈধ হলে আমাদের তরফ থেকে ফোন করে সমস্ত ঘটনা শোনা হবে।”

পোস্টের দ্বিতীয় অংশে দেবাংশু আরও লিখেছে, “যারা নিজ এলাকায় সিপিএম নেতাদের বাড়িতে সরকারি চাকরির হদিশ দিতে পারবেন, যারা জানেন আপনার স্থানীয় প্রাক্তন বাম বিধায়ক, সাংসদ, সিপিএমের প্রাক্তন চেয়ারম্যান, কাউন্সিলর কিংবা তৎকালীন সময়ে বামফ্রন্টের বিভিন্ন পদাধিকারী, কিংবা আপনার এলাকার লোকাল অথবা জোনাল কমিটির নেতা, যাদের কোনও না কোনও আত্মীয় বা পরিবারের সদস্য অন্যায় উপায়ে সরকারি চাকরি পেয়েছেন, সেই নেতাদের নাম, তাঁদের তৎকালীন পদ এবং তার পরিবারের চাকরি পাওয়া ব্যক্তিদের বিস্তারিত -সহ একই আইডি-তে মেল করুন।” বাম আমলের বহু নিয়োগ দুর্নীতির হদিশ পেতে তৃণমূল আইটি সেলের এই নয়া কৌশলে সিপিএম কার্যত চাপে পড়ে যাবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

[আরও পড়ুন: কারা বিকৃত করতেন OMR শিট? নীলাদ্রিকে জেরা করে তালিকা প্রস্তুতির পথে সিবিআই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement