shono
Advertisement
TMC

জঙ্গি হামলায় শহিদদের শ্রদ্ধার্ঘ্য, সপ্তাহান্তে বিশেষ কর্মসূচি তৃণমূলের

মমতা এদিন সাফ জানান, শহিদ স্মরণে তৃণমূলের কর্মসূচির সঙ্গে রাজনীতির কোনও যোগসূত্র নেই। 
Published By: Sayani SenPosted: 07:22 PM May 14, 2025Updated: 07:22 PM May 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি হামলায় শহিদ হয়েছেন অনেকে। আবার পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরে সফল ভারত। এই আবহে বিশেষ কর্মসূচি তৃণমূলের। আগামী শনি ও রবিবার রাজ্যের প্রতিটি ব্লক এবং কলকাতার প্রত্যেক ওয়ার্ডে সমাবেশ হবে।

Advertisement

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, "আমাদের দল ঘোষণা করেছে যে শনিবার ও রবিবার, প্রতিটি ব্লক ও শহরের ওয়ার্ডে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সমাবেশ হবে। শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে এবং যাঁরা মাতৃভূমির জন্য প্রাণ দিয়েছেন, তাঁদের পরিবারকে সমবেদনা জানাতে এই উদ্যোগ। এটা কোনও রাজনৈতিক কর্মসূচি নয়, এটা আমাদের সামাজিক দায়িত্ব।"

বিজেপি দেশজুড়ে 'তিরঙ্গা যাত্রা' শুরু করেছে। আগামী শুক্রবার কলকাতায় 'তিরঙ্গা যাত্রা'। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিলে নেতৃত্ব দেওয়ার কথা। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে দেশপ্রেমের বার্তাকে হাতিয়ার করে গেরুয়া শিবির নির্বাচনী ফায়দা তোলার চেষ্টা করছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও মমতা এদিন সাফ জানান, শহিদ স্মরণে তৃণমূলের কর্মসূচির সঙ্গে রাজনীতির কোনও যোগসূত্র নেই। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জঙ্গি হামলায় শহিদদের শ্রদ্ধার্ঘ্য।
  • সপ্তাহান্তে বিশেষ কর্মসূচি তৃণমূলের।
  • মমতা এদিন সাফ জানান, শহিদ স্মরণে তৃণমূলের কর্মসূচির সঙ্গে রাজনীতির কোনও যোগসূত্র নেই। 
Advertisement