shono
Advertisement

রাজস্থানি কবির জন্মবার্ষিকীতে ‘ভুল’টুইট ধনকড়ের! ‘কৃতীদের অপমান করাই ঐতিহ্য?’, পালটা পার্থর

'ভুল' টুইটটি ডিলিট করেন রাজ্যপাল।
Posted: 06:09 PM Sep 11, 2021Updated: 06:20 PM Sep 11, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানি কবি কানাইয়ালাল শেঠিয়ার জন্মবার্ষিকীতে (Kanhaiyalal Sethia) ‘ভুল’ টুইট। জন্মবার্ষিকীকে ‘মৃত্যুবার্ষিকী’ বলে টুইটে উল্লেখ করে বসলেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়। আর সেই টুইট নিয়ে রাজ্যপালকে খোঁচা দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। যদিও সমালোচনার মুখে ‘ভুল’ টুইটটি ডিলিট করে দেন রাজ্যপাল।

Advertisement

১১ সেপ্টেম্বর বিখ্যাত রাজস্থানি কবি কানাইয়ালাল শেঠিয়ার ১০২ তম জন্মবার্ষিকী। তিনি রাজস্থানির পাশাপাশি হিন্দি ভাষাতেও বহু কবিতা লিখেছেন। তাঁর লেখা কবিতা মন ছুঁয়েছে সিংহভাগ পাঠকের। রাজস্থানি ভাষাকে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিকে সমর্থনও করেছিলেন বিখ্যাত কবি। তাঁর জন্মবার্ষিকীকে ‘মৃত্যুবার্ষিকী’ ভেবে টুইট করে বসেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়। তা নজরে আসে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। তীব্র প্রতিবাদ করেন তিনি। ধনকড়কে খোঁচা দিয়ে তিনি লেখেন, “মহামান্য রাজ্যপাল, অজ্ঞতা লুকোবেন কোথায়? রাজস্থানে জন্মেও আপনি কানাইয়ালাল শেঠিয়ার জন্মবার্ষিকীকে মৃত্যুবার্ষিকী বলে উল্লেখ করে টুইট করলেন? কৃতীদের অপমান করাই কি আপনার ঐতিহ্য?”

[আরও পড়ুন: Viral Video: পাতে আস্ত পুরুষাঙ্গ! হোটেল থেকে আনা প্রিয় খাবার খেতে গিয়ে ক্ষুব্ধ মহিলা]

পার্থ চট্টোপাধ্যায়ের এই টুইটের পরই নিজের ভুল বুঝতে পারেন রাজ্যপাল (Jagdeep Dhankhar)। তড়িঘড়ি ওই টুইটটি ডিলিট করে দেন তিনি। পরে যদিও কানাইয়ালাল শেঠিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আরেকটি টুইট করেন রাজ্যপাল।

রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বারবার নবান্ন-রাজভবন সংঘাত লেগেই রয়েছে। রাজ্যের একাধিক বিষয়ে জোর করে নাক গলানোর অভিযোগ উঠেছে জগদীপ ধনকড়ের বিরুদ্ধে। যদিও তা তিনি অস্বীকার করেছেন। সম্প্রতি মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান নির্বাচন, বাণিজ্য সম্মেলনে বিনিয়োগের তথ্য নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত আরও একবার প্রকাশ্যে আসে। তারই মাঝে এই টুইট বিতর্কে রাজ্যপালের সঙ্গে সংঘাত খানিক বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন: Ira Basu: ‘স্বেচ্ছায় এমন জীবন বেছেছেন ইরা’, ভবঘুরে মহিলাকে বোন বলে স্বীকার বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement