shono
Advertisement
Humayun Kabir

'৭২ ঘণ্টা সময় দিচ্ছি...', শুভেন্দুর 'চ্যাংদোলা' মন্তব্যের পালটা হুঁশিয়ারি হুমায়ুনের

'হুমকি'র পর নিজের এবং বিজেপি বিধায়কদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বিধানসভার সচিবালয়কে চিঠি দিলেন শুভেন্দু।
Published By: Paramita PaulPosted: 02:16 PM Mar 12, 2025Updated: 02:17 PM Mar 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে ক্ষমতায় এলে মুসলিম বিধায়কদের 'চ্যাংদোলা' করে বিধানসভা থেকে বের করে দেওয়ার 'হুমকি' দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার ডেডলাইন বেঁধে দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। অন্যথায় বিধানসভায় বিরোধী দলনেতার ঘরের বাইরে শুভেন্দুকে বুঝে নেওয়ার  'হুঁশিয়ারি' দিয়ে রাখলেন তৃণমূল বিধায়ক। পালটা দিতে ছাড়েননি বিরোধী দলনেতাও। ইতিমধ্যে এই 'হুমকি'র পর নিজের এবং বিজেপি বিধায়কদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বিধানসভার সচিবালয়কে চিঠি দিলেন শুভেন্দু।

Advertisement

বুধবার শুভেন্দুকে তোপ দেগে হুমায়ুন কবীর বলেন, "উনি যদি মারতে আসেন তাহলে আমরা কি রসগোল্লা খাওয়াব নাকি? মুসলিম বিধায়কদের তিনি অসম্মান করবেন, আছাড় মেরে রাস্তায় ফেলার কথা বলবেন, তাঁকে তো আর রসগোল্লা খাওয়াব না। যা জবাব দেওয়ার তাই দেওয়া হবে। ওঁ আছাড় মারার কথা বলেছেন, আমি ঠুসে দেব।" মন্তব্যের প্রেক্ষিতে শুভেন্দুকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল বিধায়ক। বলেন, "শুভেন্দু অধিকারী ৭২ ঘণ্টার মধ্যে যদি নিজের মন্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম বিধায়কদের কাছে ক্ষমা না চান, তাহলে বিধানসভায় তাঁর নিজের (শুভেন্দু অধিকারী) ঘরের বাইরে তাঁকে বুঝে নেওয়া হবে। আমার নেতৃত্বে ৪২ জন মুসলিম বিধায়ক বুঝে নেবে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে আমাদের মোকাবিলা করতে পারেন কি না দেখুন।"

এই হুঁশিয়ারির পালটা দিয়েছেন শুভেন্দু। তাঁর কথায়, "বিধানসভায় ঢোকার কয়েক কিলোমিটার আগে আমি কেন্দ্রীয় বাহিনী ছেড়ে দিয়ে আসি।" যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলা করতে তিনি প্রস্তুত বলে জানান শুভেন্দু। একইসঙ্গে এই হুমকির পর নিজের এবং বিজেপি বিধায়কদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বিধানসভার সচিবালয়কে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা। বিধানসভার অন্দরের দলীয় বিধায়ক এবং নিজের জন্য উপযুক্ত নিরাপত্তার দাবি জানিয়েছেন। 

প্রসঙ্গত, বিজেপি-তৃণমূলের রাজনৈতিক লড়াইয়ে এবার ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে বিতর্ক বাড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল, মঙ্গলবার তিনি বলেন, ”ওদের দলে (তৃণমূল কংগ্রেস) যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে, তাদের চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলে দেব।” এর প্রেক্ষিতেই এদিন পালটা তোপ দাগলেন তৃণমূলের সংখ্যালঘু বিধায়ক হুমায়ুন কবীর। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজ্যে ক্ষমতায় এলে মুসলিম বিধায়কদের 'চ্যাংদোলা' করে বিধানসভা থেকে বের করে দেওয়ার 'হুমকি' দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
  • এই মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার ডেডলাইন বেঁধে দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।
  • অন্যথায় বিধানসভায় বিরোধী দলনেতার ঘরের বাইরে শুভেন্দুকে বুঝে নেওয়ার  'হুঁশিয়ারি' দিয়ে রাখলেন তৃণমূল বিধায়ক।
Advertisement