সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খনা নাকি যা বলতেন, তাই ফলে যেত। আর এ যেন উলটপুরাণ। যা বলছেন, ঘটছে তার উল্টোটাই! পরপর কয়েকটি নির্বাচনের আবহে শাহি-বক্তৃতা সেই প্রমাণই দিচ্ছে। আর সেই বক্তব্যের ভিডিও তুলে ধরে সমাজমাধ্যমে তীব্র কটাক্ষ শাসকদল তৃণমূলের। বাংলায় পা রেখেই মঙ্গলবার তৃণমূল সরকারকে উৎখাতের হুঁশিয়ারি দেন অমিত শাহ। আজ মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ''‘দুর্নীতিগ্রস্ত’ তৃণমূল সরকারকে উৎখাত করে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় সরকার প্রতিষ্ঠা করবে বিজেপি।'' এহেন মন্তব্যের পরেই সমাজমাধ্যমে শাহকে নিয়ে একটি পোস্ট করেছেন রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও ব্রায়েন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে একাধিক 'ভবিষ্যদ্বাণী' শোনা যাচ্ছে।
শুরুতেই ছত্তিসগঢ়। ভোটের আগে সেখানে গিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গীতেই বলেছিলেন বিজেপি ক্ষমতায় আসবে। কিন্তু ফল প্রকাশ হতে দেখা যায় ৯০টি আসনের মধ্যে মাত্র ১৫টিতে জয়ী হয় বিজেপি। এরপর ২০২০-র দিল্লির নির্বাচনের কথা মনে করিয়ে দিয়েছেন ডেরেক। এক্স মাধ্যমে করা অমিত শাহের একটি পোস্ট তুলে ধরেছেন তৃণমূল সাংসদ, যেখানে শাহ ভবিষ্যদ্বাণী করছেন, অন্তত ৪৫টি আসন পাবে বিজেপি। ফলাফল একেবারে উল্টো। সেবার ৭০টি আসনের মধ্যে মাত্র ৮টিতে জিতেছিল গেরুয়া শিবির।
পশ্চিমবঙ্গের একুশের নির্বাচনের কথাও উল্লেখ করতে ভোলেননি সাংসদ, যখন অমিত শাহ বলেছিলেন ২০০-র বেশি আসন পাবে বিজেপি, ৭৭-এর বেশি এগোতে পারেনি দল। আর সব শেষে গত বছর হয়ে যাওয়া লোকসভা নির্বাচন। সভা থেকে অমিত শাহ হুঙ্কার দিয়ে বলেছিলেন, আব কি বার ৪০০ পার। পার হয়নি ২৫০। ২৪০টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। একটি ভিডিওতে এগুলি পোস্ট করে ডেরেক লিখেছেন, "অমিত শাহের ট্র্যাক রেকর্ড দেখুন।" বলা বাহুল্য, এই পোস্টেই নিহিত আছে তীব্র কটাক্ষ। বাংলার ক্ষেত্রে আবারও ভবিষ্যদ্বাণী করছেন তিনি। এবার তা মেলে কি না, তা জানতে আর কয়েকটা মাস অপেক্ষা করতে হবে।
