shono
Advertisement

Breaking News

ক্রিসমাসের আগে মেঘালয়ে যাচ্ছেন মমতা, ২ দিনের শিলং সফরে একাধিক কর্মসূচি

কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার কথা তৃণমূল সুপ্রিমোর।
Posted: 05:13 PM Dec 09, 2021Updated: 05:36 PM Dec 09, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিসমাসের আগেই মেঘালয় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, ২০ ডিসেম্বর অসম (Assam) হয়ে সড়কপথে শিলং যাবেন তিনি। ২১ তারিখ তাঁর শিলং পৌঁছনোর কথা। সেখানে সংগঠনের কাজ খতিয়ে দেখার পর সাংবাদিক সম্মেলন করতে পারেন তৃণমূল (TMC) সুপ্রিমো।  তার আগে অবশ্য গুয়াহাটিতে কামাখ্যা মন্দিরে পুজো দেবেন মমতা। অন্দরের খবর এমনই।  

Advertisement

জাতীয় স্তরে দলের সংগঠন বিস্তারের কাজ শুরু করার পর থেকেই গোয়া, দিল্লি, মুম্বই সফরে গিয়েছেন তৃণমূল নেত্রী। এরপর তাঁর মেঘালয় সফরের কথা ছিল। সব ঠিক থাকলে আগামী ২০ তারিখই উত্তর-পূর্বের রাজ্যে যাবেন।  গুয়াহাটির কামাখ্যা মন্দিরে (Kamakhya temple) ২১ তারিখ পুজো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সেখান থেকে সড়কপথে শিলং (Shilong) পৌঁছবেন তিনি। 

[আরও পড়ুন: KMC Election: নির্দল প্রার্থী তনিমা চট্টোপাধ্যায়ের দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ, উত্তেজনা ৬৮ নং ওয়ার্ডে]

আগামী ১৩ ডিসেম্বর আবার গোয়া (Goa) যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে দুজনেই গোয়ায় রাজনৈতিক সফর করেছেন। এবার আগামী সপ্তাহে ফের দু’দিন ঠাসা কর্মসূচি রয়েছে তাঁদের। গত ২৫ নভেম্বর সদলবলে তৃণমূলে (TMC) যোগ দিয়েছেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা (Mukul Sangma)-সহ ১২ জন বিধায়ক। এ রাজ্যের মন্ত্রী মানস ভুঁইঞার উপস্থিতিতে ঘাসফুল শিবিরের পতাকা হাতে তুলে নেন তাঁরা। আর তাঁরা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিতেই মেঘালয়ের প্রধান বিরোধী দলের তকমা পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

[আরও পড়ুন: কয়লা কাণ্ডে বড়সড় পদক্ষেপ, আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল CBI]

এরপর ৯ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সকালে কংগ্রেসের (Congress) যুব সভাপতি রিচার্ড মারাক (Richard Marak) সাংমার ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। সাংমা তৃণমূলে যোগদানের পর থেকেই তাঁর ঘাসফুল শিবিরে নাম লেখানো নিয়ে জল্পনা চলছিল। এদিন তাঁর সঙ্গে দল ছাড়েন যুব কংগ্রেসের আরও শ’পাঁচেক কর্মী। সবমিলিয়ে, মেঘালয়ে তৃণমূলের বাড়বাড়ন্ত বেশ ইতিবাচক। এই অবস্থায় স্বয়ং তৃণমূল নেত্রীর শিলং সফর বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে, তা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement