shono
Advertisement

Breaking News

Partha Chattopadhyay

অসুস্থ অর্পিতার খোঁজ নেননি পার্থ, জানাননি নতুন বছরের শুভেচ্ছাও, সম্পর্কে শৈত্য?

নিয়োগ দুর্নীতি মামলায় দু'জনের বাড়ি থেকেই টাকার পাহাড় উদ্ধার হওয়ায় জেলবন্দি ছিলেন।
Published By: Sucheta SenguptaPosted: 08:01 PM Jan 06, 2026Updated: 08:28 PM Jan 06, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার হয়েছিল তৎকালীন মন্ত্রী ও তাঁর 'বান্ধবী'র বাড়ি থেকে। ইডির হাতে গ্রেপ্তার হয়ে দু'জনই দীর্ঘ সময় জেলবন্দি ছিলেন। কিন্তু দুঃসময় একে অপরের পাশে ছিলেন। আদালতে দেখা হলে দু'জনে দু'জনকে ভালোবাসা জানাতে ভুলতেন না। জেলমুক্তির পর 'বান্ধবী'র কথা প্রকাশ্যে স্বীকারও করেছিলেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের বর্ষীয়ান নেতা। কিন্তু তারপর হলটা কী? একে-অপরের খোঁজই নিচ্ছেন না! বলা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় ও 'বান্ধবী' অর্পিতা মুখোপাধ্যায়ের কথা। নতুন বছরে তাঁদের সম্পর্কে শৈত্য! অর্পিতাকে নববর্ষের শুভেচ্ছা জানাননি পার্থ, এমনকী এই হাড়হিম ঠান্ডায় অসুস্থ অর্পিতার খোঁজখবরও নেননি। এসব নিয়ে নিজের আক্ষেপ আর চেপে রাখতে পারেননি অর্পিতা।

Advertisement

আদালতের পথে অর্পিতা মুখোপাধ্যায়। ফাইল ছবি।

দুর্নীতি মামলায় আগেই অর্পিতা জামিনে ছাড়া পেয়েছিলেন। অপেক্ষা ছিল পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের। ২০২৪ সালের শেষদিকে তাও হয়ে গিয়েছে। অসুস্থ হলেও আপাতত নিজের বাড়িতেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। জেলমুক্তির পর বেরিয়ে তিনি অর্পিতা প্রসঙ্গে বলেছিলেন, ''লোকের তিন, চারটে বউ থাকতে পারে, আমার একজন বান্ধবী থাকতে পারে না?'' এভাবেই স্পষ্টত বান্ধবীকে স্বীকৃতি দিয়েছিলেনব প্রাক্তন মন্ত্রী। তার আগে একবার আদালতে উভয়ের দেখা হওয়ায় একে অপরের খোঁজ নিয়েছিলেন। অর্পিতার দিকে তাকিয়ে পার্থকে ভালোবাসার বিশেষ অভিব্যক্তি প্রকাশ করতেও দেখা যায়। প্রত্যুত্তর দিয়েছিলেন অর্পিতা।

কিন্তু নতুন বছর তাঁদের এহেন মধুর সম্পর্কের তাল কাটল কি? অতিরিক্ত শীতে বরফ জমেছে সম্পর্কেও? মঙ্গলবার অর্পিতা মুখোপাধ্যায়ের কথায় তেমন ইঙ্গিত দেখছেন কেউ কেউ। জামিনে মুক্ত হলেও নিয়োগ দুর্নীতির মামলা এখনও চলছে। মাঝেমধ্যে আদালতের নির্দেশে অভিযুক্তদের হাজিরা দিতে হচ্ছে।

(বাঁদিকে) অর্পিতা মুখোপাধ্যায় এবং (ডানদিকে) পার্থ চট্টোপাধ্যায়। ফাইল ছবি

মঙ্গলবার সেই কারণেই ব্যাঙ্কশাল আদালতে গিয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। আর সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের আক্ষেপের কথা খুব একটা গোপন করতে পারলেন না। প্রবল ঠান্ডায় বছরের শুরু থেকেই অর্পিতা জ্বরে কাবু। খোঁজখবর নিয়েছেন পার্থবাবু? এই প্রশ্নের জবাব প্রথমে এড়িয়ে যেতে চাইলেও পরে শুধু বললেন, ''কোনও কথা হয়নি।'' এতেই জল্পনা উসকে উঠেছে যে তবে কি পার্থ-অর্পিতার সম্পর্কে শৈত্য? দু'জনের প্রেম শেষের পথে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পার্থ-অর্পিতার সম্পর্কে ভাঙন?
  • জ্বরে কাবু অর্পিতার খোঁজ নেননি, নববর্ষের শুভেচ্ছাও জানাননি।
Advertisement