shono
Advertisement
Bengal BJP

ছাব্বিশের দামামা বাজিয়ে নতুন রাজ্য কমিটি বিজেপির, গুরুত্বপূর্ণ পদে নিশীথ-সৌমিত্র

এসটি মোর্চার দায়িত্ব পেয়েছেন সাংসদ খগেন মুর্মু।
Published By: Subhankar PatraPosted: 01:13 PM Jan 07, 2026Updated: 03:45 PM Jan 07, 2026

রূপায়ণ বন্দ্যোপাধ্যায়: ভোটের আগে ঘোষিত হল বঙ্গ বিজেপির (Bengal BJP) নতুন রাজ্য কমিটি। একাধিক রদবদল করা হল কমিটিতে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে আজ, বুধবার নতুন কমিটি ঘোষণা করল বঙ্গ বিজেপি। রাজ্য কমিটির পাশাপাশি ঘোষণা করা হয়েছে মোর্চা সভাপতিদের নামও। সাতটি মোর্চা কমিটির সভাপতির নাম ঘোষণা করা হয়েছে।

Advertisement

আগেই রাজ্য বিজেপির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিজেপির 'আদি' নেতা শমীক ভট্টাচার্য। তাঁকে মাথায় রেখে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ১২ জনকে ভাইস প্রেসিডেন্ট পদে রাখা হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। জায়গা পেয়েছেন মনোজ টিগ্গা, বিধায়ক অগ্নিমিত্রা পাল। তৃণমূল থেকে পদ্মশিবিরে যোগ দেওয়া তাপস রায়কেও ভাইস প্রেসিডেন্ট পদে রাখা হয়েছে। দলে ব্রাত্য থাকার অভিযোগ তোলা রাজু বন্দ্যোপাধ্যায়কেও কমিটিতে রাখা হয়েছে।

রাজ্য কমিটিতে স্থান পেয়েছেন সৌমিত্র খাঁও। তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। জ্যোতির্ময় সিং মাহাতোকেও সাধারণ সম্পাদক পদের দায়িত্ব দেওয়া হয়েছে। সম্পাদকের দায়িত্ব পেয়ছেন বিধায়র শংকর ঘোষ। পদ্ম শিবিরের দাবি, পুরনো ও নতুনের মেলবন্ধনে এই কমিটি তৈরি করা হয়েছে।

নতুন রাজ্য কমিটি ঘোষণা করার পাশাপাশি বিজেপির বিভিন্ন মোর্চার সভাপতিদের নামও ঘোষণা করা হয়েছে। এসটি মোর্চার দায়িত্ব পেয়েছেন সাংসদ খগেন মুর্মু। যুব মোর্চার সভাপতি হয়েছেন ইন্দ্রনীল খাঁ। মহিলা মোর্চার দায়িত্ব দেওয়া হল ফাল্গুনী পাত্রকে। সংখ্যালঘু মোর্চার দায়িত্ব পেলেন আলি হোসেন। উল্লেখ্য, প্রিয়াঙ্কা টিবরেওয়াল, বিধায়ক অশোক দিন্দা-সহ কয়েকজন বিধায়কের নয়া কমিটিতে নেই। বিজেপি সূত্র মারফত খবর, যাঁরা প্রার্থী হচ্ছেন এরকম কয়েকজনকে সাংগঠনিক দায়িত্বে না রাখার সিদ্ধান্ত হয়েছিল। সেই মতোই কমিটি গঠন করা হয়েছে।

এসআইআর প্রক্রিয়া মিটে গেলেই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। সেই প্রস্তুতিও শুরু হয়েছে। এদিকে রাজনৈতিক দলগুলিও কোমড় বেঁধে ময়দানে নেমে পড়েছে। এই আবহে ঘর গোছাল বঙ্গ বিজেপি। রাজনৈতিক মহলের দাবি, এই রাজ্য কমিটি গড়ে দলের অন্দরে তৈরি হওয়া ক্ষোভকে প্রশমিত করার চেষ্টা করেছে রাজ্য নেতৃত্ব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভোটের আগে ঘোষিত হল বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি। একাধিক রদবদল করা হল কমিটিতে।
  • আজ, বুধবার নতুন কমিটি ঘোষণা করল বঙ্গ বিজেপি।
  • রাজ্য কমিটির পাশাপাশি ঘোষণা করা হয়েছে মোর্চা সভাপতিদের নামও। সাতটি মোর্চা কমিটির সভাপতির নাম ঘোষণা করা হয়েছে।
Advertisement