shono
Advertisement
Kolkata

মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পুলিশের! নদিয়া থেকে কলকাতায় পাচারের পথে গ্রেপ্তার ২

ধৃতদের কাছ থেকে ৭৬০ গ্রাম মাদক উদ্ধার হয়েছে।
Published By: Biswadip DeyPosted: 12:19 PM Aug 19, 2025Updated: 12:19 PM Aug 19, 2025

অর্ণব আইচ:  নজরদারি চালিয়ে বড় সাফল্য কলকাতা পুলিশের। নদিয়ার পলাশী থেকে কলকাতায় মাদক পাচার করতে গিয়ে গিয়ে গ্রেপ্তার দুই। ধৃতদের কাছ থেকে ৭৬০ গ্রাম মাদক উদ্ধার হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, একটি বাইকে চেপে মাদক নিয়ে নদিয়া থেকে কলকাতা আসছিল অভিযুক্তরা। গোপন সূত্রের ভিত্তিতে, অবৈধ মাদক কারবার রুখে দেওয়ার লক্ষ্যে পুলিশের মাদক পাচার বিরোধী দল, গোয়েন্দা বিভাগের আধিকারিক ও কর্মীরা কলকাতার বিভিন্ন অংশে নজরদারি চালান। সোমবার এসএসকেএম হাসপাতাল পোস্ট অফিসের সামনে দুজনকে আটক করা হয়। 

Advertisement

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধৃতদের নাম শুভঙ্কর পাঁজা, বয়স ৩৫ ও ২০ বছরের সৌরভ প্রধান। দু'জনেরই বাড়ি বেহালার পর্ণশ্রী এলাকায়। তাদের কাছ থেকে ৭৬০ গ্রাম ধূসর রংয়ের গুড়ো উদ্ধার করা হয়েছে। যা আদতে হেরোইন বলেই মনে করছে তদন্তকারীরা। তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার ভোরে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি ধৃতদের কাছ থেকে ৩ টি মোবাইল ফোন,নগদ ১৫৩০ টাকা এবং একটি বাইক উদ্ধার করেছে পুলিশ।

নারকোটিক সেল ও গোয়েন্দা দলের এসআই দেবাশিস বর্মনের লিখিত অভিযোগের ভিত্তিতে হেস্টিংস থানায় মাদক বিরোধী আইনের আওতায় মামলা করেছে কলকাতা পুলিশ। অভিযুক্তদের মঙ্গলবার নগর দায়রা আদালতে  পেশ করা হবে। পুলিশের তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নদিয়ার পলাশী থেকে কলকাতায় মাদক পাচার করতে গিয়ে গিয়ে গ্রেপ্তার দুই।
  • ধৃতদের কাছ থেকে ৭৬০ গ্রাম মাদক উদ্ধার হয়েছে বলে খবর।
Advertisement