shono
Advertisement
South Dum Dum

দাবিমতো মেলেনি টাকা, দক্ষিণ দমদমে প্রাক্তন কাউন্সিলরের অনুগামীদের 'মারে' জখম ২

আশঙ্কাজনক অবস্থায় আক্রান্ত ২ যুবক ভর্তি বেসরকারি হাসপাতালে।
Published By: Sayani SenPosted: 02:05 PM Dec 29, 2024Updated: 02:05 PM Dec 29, 2024

বিধান নস্কর, দমদম: দাবিমতো টাকা দিতে না পারায় বাগুইআটিতে মারধর করা হয় এক প্রোমোটারকে। ওই ঘটনায় নাম জড়ায় স্থানীয় কাউন্সিলরের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ঘটনাস্থল দক্ষিণ দমদম। দাবিমতো টাকা না দেওয়ায় অফিস ফেরত যুবকদের উপর রড, হকি স্টিক নিয়ে হামলার অভিযোগ। কাঠগড়ায় দক্ষিণ দমদম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের অনুগামীরা। আশঙ্কাজনক অবস্থায় আক্রান্ত যুবক ভর্তি বেসরকারি হাসপাতালে।

Advertisement

ঘটনা শনিবার মধ্যরাতের। দমদম মধুগড়ে বেশ কয়েকজন যুবক অফিস থেকে ফিরছিলেন। অভিযোগ, দক্ষিণ দমদম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রবীর পালের অনুগামী ওই অফিস ফেরত যুবকদের কাছে মদ্যপানের জন্য টাকা দাবি করেন। যুবকরা টাকা দিতে অস্বীকার করেন। এরপরই তাঁদের আগ্নেয়াস্ত্র, হকি স্টিক, রড দিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় নাম জড়িয়েছে সেয়ানা বাপ্পা, গোপাল ঘোষ, উত্তম ঘোষ, রবি সর্দার-সহ বেশ কয়েকজন দুষ্কৃতী। তারা সকলের প্রাক্তন কাউন্সিলরের অনুগামী বলেই অভিযোগ।

এই ঘটনায় শ্রীতম চট্টোপাধ্যায় এবং সানি সিং নামে দুই যুবক গুরুতর আহত হন। রিভলবারের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। দুজনের মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করা হয়। প্রথমে দমদম পৌর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে নাগেরবাজারের এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁদের। চোখে গুরুতর আঘাত পেয়েছেন শ্রীতম। তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

এই ঘটনার পর স্থানীয় প্রশাসনের কাছে দুষ্কৃতী দৌরাত্ম্য কমানোর আর্জি জানান ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তন্দ্রা সরকার। তিনি বলেন, "ওই অঞ্চলে একদল দুষ্কৃতী এই ধরনের সমাজবিরোধী কাজ করছেন। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।" আক্রান্ত শ্রীতম চট্টোপাধ্যায়ের বাবার অভিযোগ মেনে কাউন্সিলর বলেন, "প্রাক্তন কাউন্সিলরের মদতে এসব হচ্ছে।" আক্রান্তের বাবা নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দাবিমতো টাকা না দেওয়ায় অফিস ফেরত যুবকদের উপর রড, হকি স্টিক নিয়ে হামলার অভিযোগ।
  • কাঠগড়ায় দক্ষিণ দমদম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের অনুগামীরা।
  • আশঙ্কাজনক অবস্থায় আক্রান্ত ২ যুবক ভর্তি বেসরকারি হাসপাতালে।
Advertisement