shono
Advertisement

Anurag Thakur: 'মমতার নির্দেশে গুন্ডামি তৃণমূলের', কলকাতায় পা রেখেই ভোট হিংসা নিয়ে তোপ অনুরাগের

Posted: 11:00 AM Jul 29, 2023Updated: 11:00 AM Jul 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে গুলি-বোমা-প্রাণহানির সাক্ষী বাংলা। ভোট হিংসা নিয়ে বারবার সুর চড়িয়ে বিরোধীরা। তৃণমূলের দিকে আঙুল তুলেছেন তাঁরা। আর এবার কলকাতায় পা রেখে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগ তুললেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

Advertisement

শনিবার সকালে বাংলায় পা রাখেন তিনি। দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে ভোট হিংসা নিয়ে মুখ খোলেন তিনি। বলেন, "পঞ্চায়েত হিংসায় মোট ৫৭ জন খুন হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কর্মীরা গুন্ডামি করেছে। মমতার নেতৃত্বে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বাংলায়। রাজনৈতিক লাভের জন্য ৮-৯ বছর ধরে অপরাধীদের সংরক্ষণ করেছেন উনি। মানুষ তার জবাব ভোটের মাধ্যমে দিয়েছেন। বিজেপির আসন প্রায় দ্বিগুণ হয়েছে। এটা প্রমাণিত মমতার সময় ধীরে ধীরে ফুরিয়ে এসেছে।"

[আরও পড়ুন: গুলি ও ধারালো অস্ত্রের কোপে মগরাহাটে ‘খুন’ তৃণমূলের জয়ী প্রার্থী, আশঙ্কাজনক তাঁর প্রতিবেশীও]

মমতা বন্দ্যোপাধ্যায়ও এর আগে ভোট হিংসার কথা স্বীকার করেছেন। তবে তার দায় তিনি আবার পালটা বিরোধী বাম, বিজেপি ও কংগ্রেসের উপরেই ঠেলে দেন। ভোট হিংসায় তৃণমূল কর্মীরাই সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন বলেও পরিসংখ্যান তুলে ধরে দাবি করেন। অনুরাগ ঠাকুরের বিস্ফোরক অভিযোগের পরিপ্রেক্ষিতেও প্রায় একই সুর ঘাসফুল শিবিরের গলায়। পঞ্চায়েত নির্বাচনে ভরাডুবির ব্যর্থতা হিংসার কথা বলে তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলেই দাবি তৃণমূলের।

[আরও পড়ুন: কেঁচো খুঁড়তে কেউটে, নিউটাউনে হিডকোর আরও বেআইনি জমি দখলের খোঁজ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement