shono
Advertisement

Breaking News

Mamata Banerjee

কন্যাশ্রী থেকে সবুজসাথীতে কত পড়ুয়া উপকৃত? খতিয়ান দিলেন মমতা

উৎকর্ষ বাংলায় ১০ লক্ষ ছেলেমেয়ের চাকরি হয়েছে বলেই জানান মুখ্যমন্ত্রী।
Published By: Sayani SenPosted: 09:28 PM Jan 08, 2025Updated: 09:42 PM Jan 08, 2025

স্টাফ রিপোর্টার: রাজ্যের পড়ুয়াদের কথা ভেবে একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে উপকৃত হচ্ছেন বাংলার হাজার হাজার পড়ুয়া। বুধবার ধনধান্য স্টেডিয়ামে ‘ছাত্র সপ্তাহ’ উদযাপন অনুষ্ঠান থেকে ছাত্রছাত্রীদের উদ্দেশে একথা জানালেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎকর্ষ বাংলার কথা উল্লেখ করে বাংলায় কাজের কোনও অসুবিধে নেই বলে পড়ুয়াদের আশ্বাসও দেন তিনি। 

Advertisement

পড়ুয়াদের জন্য তৈরি প্রকল্পগুলিতে কতজন উপকৃত, সেই খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী।বলেন, ‘‘রাজ্যে কন্যাশ্রী কত আছে জানেন? ৮৯ লক্ষ। আমি চাই এটা ১ কোটি ছাড়িয়ে যাক। খরচ হয়েছে ১৫ হাজার কোটি টাকা। এখনও পর্যন্ত সবজুসাথীর সাইকেল দেওয়া হয়েছে ১ কোটি ২৭ লক্ষ জনকে। জানুয়ারির শেষে চলতি বছরের সবুজসাথী সাইকেল দেওয়া হবে। ৪ কোটি ১৫ লক্ষ জন ঐক্যশ্রী প্রকল্পের সুবিধা পেয়েছে। এতে ব্যয় হয়েছে ৮ হাজার ৯৩৬ কোটি, শিক্ষাশ্রীর সুবিধা পেয়েছে ১ কোটি ৩৯ লক্ষ জন, খরচ হয়েছে ১হাজার ৬৩কোটি টাকা। একইভাবে মেধাশ্রী প্রকল্পে ৬ লক্ষ ৬৮ হাজার জনকে সুবিধা দেওয়া হয়েছে। খরচ হয়েছে ৫৩ কোটি ৪৩ লক্ষ টাকা এবং এখনও পর্যন্ত ৮১ হাজারের বেশি পড়ুয়া স্টুডেন্টস ক্রেডিট কার্ড পেয়েছে। রাজ্যে নতুন করে ৩০টি বিশ্ববিদ্যালয়, ১৪ টি মেডিক্যালে কলেজ, ৫৩টি কলেজ এবং ৭ হাজারের বেশি স্কুল তৈরি হয়েছে। বিনামূল‌্যে ব‌্যাগ, বই, পোশাক, জুতো দেওয়া হয়েছে ১৮ কোটি পড়ুয়াকে।"

মুখ্যমন্ত্রী বলেন, "বাংলায় কাজের অসুবিধা নেই। বাইরে পড়তে হলে পড়ো, পড়ে চলে এসো। উৎকর্ষ বাংলায় এরাজ্যে ১০ লক্ষ ছেলেমেয়ের চাকরি হয়েছে। ৪৭ লক্ষ পড়ুয়া প্রশিক্ষণ নিয়েছে।" উৎকর্ষ বাংলার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী আরও বলেন, "আগে রাজ্যে হাতে গোনা কয়েকটি কারিগরি শিক্ষাকেন্দ্র ছিল। এখন সেখানে ৫০০টি আইটিআই। এর সঙ্গে উৎকর্ষ বাংলাকে যোগ করেছি। এর মাধ্যমে কর্মী নিতে পারে বিভিন্ন সংস্থা। এখনও পর্যন্ত ৪৭ লক্ষ পড়ুয়া প্রশিক্ষণ পেয়েছে। এর মধ্যে ১০ লক্ষ ছেলেমেয়ের চাকরি হয়েছে। প্রসেসে রয়েছে আরও কয়েকলক্ষ। উৎকর্ষ বাংলা প্রকল্পের উদ্দেশ্য হল যুবসমাজকে প্রয়োজনীয় ট্রেনিং দিয়ে শিল্পক্ষেত্রে দক্ষ করে তোলা হচ্ছে। তিনি বলেন, ‘‘কোনও সংস্থা যদি কর্মী নিয়োগ করতে চায়, তাহলে উৎকর্ষ বাংলা থেকেই তারা কর্মী নিতে পারে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কন্যাশ্রী থেকে সবুজসাথীতে কত পড়ুয়া উপকৃত? খতিয়ান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • কন্য়াশ্রী প্রকল্প ১ কোটির মাইলফলক ছোঁয়ার কথাও বলেন তিনি।
  • মমতা জানান, জানুয়ারির শেষে চলতি বছরের সবুজসাথী সাইকেল দেওয়া হবে।
Advertisement