shono
Advertisement
Mamata Banerjee

গ্রামীণ রাস্তায় বড় গাড়ি নয়, ঢুকলেই মাইনে কাটা যাবে পুলিশের! সাফ কথা মমতার

মুখ্যমন্ত্রী স্পষ্ট দাবি, বেআইনি কার্যকলাপ হলে সেই বিভাগের হেড থেকে হেড ক্লার্ক কাউকে ছাড়া হবে না। 
Published By: Paramita PaulPosted: 05:19 PM Dec 09, 2024Updated: 06:33 PM Dec 09, 2024

নব্যেন্দু হাজরা: গ্রামীণ রাস্তায় বড় গাড়ি ঢুকলেই পুলিশের মাইনে কাটা যাবে! সাফ কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পানীয় জলের পাইপ ভাঙা থেকে রাস্তার বেহাল দশা নিয়ে সোমবারের বৈঠকে কড়া বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, বেআইনি কার্যকলাপ হলে সেই বিভাগের হেড থেকে হেড ক্লার্ক, কেউ ছাড় পাবেন না। 

Advertisement

পথশ্রী প্রকল্পে ১০ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী বার বার অভিযোগ করেছেন, কেন্দ্র টাকা দেয়নি। রাজ্যের নিজের তহবিল থেকে সেই রাস্তা তৈরি হয়েছে। তার পরেও সেই পথঘাটের বেহাল দশা বলে অভিযোগ উঠছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। এনিয়ে এদিনের বৈঠক থেকে মন্ত্রী, সচিব, জেলাশাসকদের কড়া বার্তা দিলেন মমতা। 

অভিযোগ, গ্রামীণ রাস্তায় বড় গাড়ি ঢুকছে। ফলে রাস্তা ভাঙছে। বেহাল দশা হচ্ছে। আর এই ঘটনা ঘটছে নিচুতলার পুলিশ কর্মীদের একাংশের সাহায্যে, এমনই অভিযোগ। যা নিয়ে এদিন মমতার নিদান, গ্রামীণ রাস্তায় বড় গাড়ি ঢুকবে না। শুধুমাত্র সার, মাছ ও দুধের গাড়িকে ছাড় দেওয়া হবে। তার পরেও যদি গ্রামীণ রাস্তায় ভারী গাড়ি ঢোকে, তাহলে পুলিশের মাইনে কাটা যাবে। কোনও রাজনৈতিক নেতার গাড়ি হলেও ছাড়া হবে না। মুখ্যমন্ত্রীর আরও পর্যবেক্ষণ, শুধু বড় গাড়ির জন্য নয়, অনেক ক্ষেত্রে জলের পাইপ বসানোর সময় রাস্তা ভেঙে দেওয়া হচ্ছে। টেলি কমিউনিকেশন বিভাগের কাজ চলাকালীনও রাস্তা ভেঙে যাচ্ছে। মমতার দাবি, কোনও বিভাগের কাজের জন্য রাস্তা ভাঙা হলে তা সারিয়ে দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট বিভাগের। কিন্তু বাস্তবে তা হচ্ছে না। যা দেখে মুখ্যমন্ত্রীর অভিযোগ, দুই বিভাগের মধ্যে সমন্বয় নেই। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পথশ্রী প্রকল্পে ১০ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি হয়েছে।
  • মুখ্যমন্ত্রী বার বার অভিযোগ করেছেন, কেন্দ্র টাকা দেয়নি. রাজ্যের নিজের তহবিল থেকে সেই রাস্তা তৈরি করেছে।
  • তার পরেও সেই পথঘাটের বেহাল দশা বলে অভিযোগ উঠছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে।
Advertisement