shono
Advertisement
Bratya Basu

কেমন আছে ইন্দ্রানুজ? যাদবপুরের আহত ছাত্রের বাবাকে ফোন, দুঃখপ্রকাশ শিক্ষামন্ত্রীর

সূত্রের খবর, ঘটনার জন্য শিক্ষামন্ত্রী তাঁর কাছে দুঃখপ্রকাশ করে ইন্দ্রানুজের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
Published By: Sucheta SenguptaPosted: 12:53 PM Mar 04, 2025Updated: 01:28 PM Mar 04, 2025

রমেন দাস: বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের মাঝে পড়ে গুরুতর জখম হয়েছিলেন যাদবপুরের ছাত্র ইন্দ্রানুজ রায়। অভিযোগ ওঠে, বিক্ষোভের মাঝেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি চলে যাওয়ায় তার ধাক্কায় ইন্দ্রানুজের শরীরে একাধিক আঘাত লেগেছে। তিনদিন ধরে হাসপাতালে ভর্তি অতি বাম ছাত্র ইন্দ্রানুজ। তাঁর আঘাতের কারণ নিয়ে রাজনৈতিক মহলে নানা চাপানউতোর তৈরি হয়েছে বাম ও ডানপন্থীদের মধ্যে। এই পরিস্থিতিতে সোমবার সন্ধ্যায় ইন্দ্রানুজের বাবা অমিত রায়কে ফোন করে তাঁর খোঁজখবর নিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সূত্রের খবর, শিক্ষামন্ত্রী ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে ছাত্রের দ্রুত আরোগ্য কামনা করেছেন। জানিয়েছেন, তিনি একা নন,  ইন্দ্রানুজের জন্য দুঃখিত তাঁর স্ত্রী অভিনেত্রী পৌলমীও।

Advertisement

শিক্ষামন্ত্রীর ফোন পেয়ে আশ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন ইন্দ্রানুজের বাবা অমিত রায়। তিনি নিজেও একজন শিক্ষকতার সঙ্গে যুক্ত। রাজাবাজার সায়েন্স কলেজে বিজ্ঞান, প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির সেক্রেটারি। অমিতবাবুর কথায়, ''শিক্ষামন্ত্রীর সঙ্গে ফোনে ৩, ৪ মিনিট ধরে কথা হয়েছে। আমরা খুশি। উনি আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছেন। জানিয়েছেন, শুধু উনিই নন, এই ঘটনায় ওঁর স্ত্রীরও খুব খারাপ লেগেছে, তিনিও দুঃখিত। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ইন্দ্রানুজ সুস্থ হয়ে উঠলে ওর সঙ্গেও দেখা করতে চান।''

তবে ইন্দ্রানুজের বাবাও শিক্ষামন্ত্রীর কাছে একটি বিশেষ আর্জি জানিয়েছেন, শনিবার বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় যেসব ছাত্রের বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছে, তা প্রত্যাহার করা হোক। মোট ১৭ জন ছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের ভবিষ্যতের কথা ভেবেই এক ছাত্রের অভিভাবক হিসেবে এই অনুরোধ জানিয়েছেন অমিতবাবু।  তাঁর কথা শুনে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, তিনি বিষয়টি বিবেচনা করে দেখবেন। এনিয়ে অমিত রায়ের বক্তব্য, ''উনি ফোন করে ছেলের খোঁজ নিয়েছেন, তার জন্য আমরা খুশি। কিন্তু বেশি খুশি হব যদি আমার অনুরোধ মেনে শিক্ষামন্ত্রী ছাত্রদের উপর মামলা তুলে নেন।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যাদবপুরের আহত ছাত্রের বাবাকে ফোন শিক্ষামন্ত্রীর।
  • তাঁর খোঁজখবর নেওয়ার পাশাপাশি দুঃখপ্রকাশ করেছেন ব্রাত্য বসু ও তাঁর স্ত্রী।
  • পালটা শিক্ষামন্ত্রীর কাছে ১৭ ছাত্রের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা তোলার অনুরোধ করেছেন।
Advertisement