Advertisement

মনোনয়নের মিছিল থেকে হামলার অভিযোগ, তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তেজনা সল্টলেকে

04:47 PM Mar 26, 2021 |

কলহার মুখোপাধ্যায়, সল্টলেক: কোনও পরিস্থিতিতেই কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। মনোনয়ন জমা দিতে যাওয়ার মিছিল থেকেও উত্তেজনা ছড়াল সল্টলেকে (Salt Lake)। তৃণমূল (TMC) এবং বিজেপির (BJP) সমর্থকদের মধ্যে ঝামেলার জেরে উত্তেজনা ছড়ায় সেক্টর ২’র ২০৬ নম্বর বাসস্ট্যান্ডের কাছে। যদিও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, সকাল সাড়ে ১১টা নাগাদ মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন রাজারহাট-নিউটাউন (Rajarhat-New town) কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। প্রায় একই সময় মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন রাজারহাট-গোপালপুর (Rajarhat-Gopalpur) কেন্দ্রের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য। তাঁরা বিধাননগর (Bidhannagar) প্রশাসনিক ভবনে (এসডিও অফিস) মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন। সেই সময় ২০৬ বাসস্ট্যান্ডের কাছে ২টি মিছিল পাশাপাশি চলে আসে। সেখানে ২ দলেরই কিছু উৎসাহী সমর্থক অন্য দলের কর্মী সমর্থকদের উদ্দেশে স্লোগান দিতে শুরু করেন। উত্তেজনা তৈরি হয় এলাকায়।

[আরও পড়ুন: ভোটের মুখে পায়েল সরকারের ম্যানেজারের উপর হামলা, কী বললেন ক্ষুব্ধ BJP প্রার্থী?]

বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, তৃণমূলের কয়েকজন কর্মী সমর্থক মিছিল থেকে হঠাৎ বেরিয়ে এসে তাদের উপর হামলা চালানোর চেষ্টা করেন। শমীক ভট্টাচার্য তৃণমূলের পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। যদিও এ প্রসঙ্গে তৃণমূলের কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে আগে থেকেই এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন থাকার জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। ২ দলের সমর্থকদের সরিয়ে দেয় পুলিশ। সেখানে উপস্থিত ছিলেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। তিনিও তৃণমূল সমর্থকদের উত্তেজনা না ছড়াতে আবেদন করেন। ফলে বড় কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো গিয়েছে। তবে এই উত্তজেনার কোনও প্রভাব পড়েনি এসডিও অফিস চত্বরে। সেখানে ডিসি পদমর্যাদার পুলিশ অফিসারের নেতৃত্বে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে।

শুক্রবার তাপস চট্টোপাধ্যায় এবং শমীক ভট্টাচার্য ছাড়াও বিধাননগর প্রশাসনিক ভবনে মনোনয়ন দিতে আসেন বিধাননগর বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজারহাট-নিউটাউন কেন্দ্রে সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী সপ্তর্ষি দেব এবং রাজারহাট-গোপালপুরের সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী শুভজিৎ দাশগুপ্তও।

[আরও পড়ুন: ‘উনি রাক্ষস, বাংলাকে গিলতে এসেছেন’, নাম না করে অমিত শাহকে নজিরবিহীন আক্রমণ মমতার]

Advertisement
Next