shono
Advertisement

মহাকুম্ভে বিপদে পড়েছেন? ফোনেই হবে মুশকিল আসান, হেল্পলাইন নম্বর চালু রাজ্যের

জেনে নিন হেল্পলাইন নম্বর।
Published By: Paramita PaulPosted: 05:34 PM Feb 01, 2025Updated: 05:34 PM Feb 01, 2025

নব্যেন্দু হাজরা: প্রতিদিন বাংলা থেকে মহাকুম্ভে যাচ্ছেন বহু পুণ্যার্থী। সেখানে গিয়ে কখনও তাঁরা হারিয়ে যাচ্ছেন, কখনও অসুস্থ হয়ে পড়ছেন। আর নিজের বাড়িতে বসে চিন্তা করছেন পরিজনরা। তাদের সাহায্যার্থে এগিয়ে এল রাজ্য সরকার। চালু হল হেল্প লাইন নম্বর।

Advertisement

নবান্ন জানিয়েছে, প্রয়াগরাজে মহাকুম্ভে যোগ দিতে বাংলা থেকে প্রতিদিন বহু মানুষ যাচ্ছেন। যে কোনও জরুরি পরিস্থিতি তাঁদের সাহায্যার্থে একটি হেল্পলাইন নম্বর চালু করা হল। রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে চালু করা নম্বরটি হল-0332214-3526। টোল ফ্রি নম্বরটি হল 1070।

১৪৪ বছর পর বিরল ত্রিবেণী যোগ পড়েছে মহাকুম্ভে। বুধবার রাতে মৌনী অমাবস্যা উপলক্ষে ছিল দ্বিতীয় ‘শাহী স্নান’। সূত্রের খবর, রাত ২টো নাগাদ সঙ্গমে স্নানের উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন অসংখ্য পুণ্যার্থী। ১০ হাজারের বেশি মানুষ একসঙ্গে স্নান করতে ভিড় জমান। তখনই ১১ থেকে ১৭ নম্বর খুঁটির মাঝে ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়। এর জেরেই এই দুর্ঘটনা ঘটে প্রয়াগরাজের মহাকুম্ভে। মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের। পদপিষ্ট হয়ে এ রাজ্যের এই পুণ্যার্থীর মৃত্যুর নিশ্চিত খবর মিলেছে। নিখোঁজ আরও অন্তত সাতজন। তাঁদের খোঁজে হন্যে পরিবার। ভিনরাজ্য থেকে সঠিকভাবে কোনও খবর মিলছে না। এমন পরিস্থিতিতে পুণ্যার্থীদের জন্য এবার হেল্পলাইন চালু করল রাজ্য সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রতিদিন বাংলা থেকে মহাকুম্ভে যাচ্ছেন বহু পুণ্যার্থী।
  • সেখানে গিয়ে কখনও তাঁরা হারিয়ে যাচ্ছেন, কখনও অসুস্থ হয়ে পড়ছেন।
  • নিজের বাড়িতে বসে চিন্তা করছেন পরিজনরা।
Advertisement