সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্নীতি নিয়ে বারবার সুর চড়িয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভোটের আগে ‘পিস রুম’ খুলেছিলেন তিনি। আর এবার রাজভবনে ‘অ্যান্টি করাপশন সেল’ খুললেন রাজ্যপাল। ওই হেল্পলাইনে ফোন করে দুর্নীতির অভিযোগ জানাতে পারবেন যে কেউ। রাজ্যপালের এই নয়া উদ্যোগে রাজ্যের সঙ্গে সংঘাত যে আরও বাড়ল, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের জনসভা থেকে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে ফোন করে অভিযোগ জানানোর কথা বলেন। মুখ্যমন্ত্রীর বক্তব্যকে হাতিয়ার করেই ‘অ্যান্টি করাপশন সেল’ চালু করেছেন রাজ্যপাল। রাজ্যপাল বলেন, “মুখ্যমন্ত্রী যা করতে চান, আমিও তাই করতে চেয়েছি।” সেই অনুযায়ী চলতি মাসের শুরু থেকে ‘অ্যান্টি করাপশন সেল’ হেল্পলাইন চালু হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই নাকি বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি-সহ একাধিক অভিযোগ জমা পড়েছে। প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হবে বলেই আশ্বাস দেন রাজ্যপাল।
[আরও পড়ুন: কেন্দ্রীয় ‘বঞ্চনা’র প্রতিবাদ, ৫ তারিখের বদলে আগামী ৬ আগস্ট পথে নামবে তৃণমূল]
রাজ্যপালের সঙ্গে রাজ্য প্রশাসনের সংঘাত লেগেই রয়েছে। গত সোমবারও দুর্নীতি ইস্যুতে সুর চড়িয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির কথা উল্লেখ করে অধ্যাপক নিয়োগে দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্স নীতির কথা ঘোষণা করেন রাজ্যপাল। তা নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত আরও বাড়ে। ‘অ্যান্টি করাপশন সেল’ সেই সংঘাতের আগুনে ঘৃতাহুতি বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
