shono
Advertisement

Jagdeep Dhankhar: ‘রাজ্যের শিক্ষাব্যবস্থার হাল দেখে রাতে ঘুমোতে পারছি না’, তোপ রাজ্যপালের, পালটা তৃণমূলের

এর আগেও একাধিকবার রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল।
Posted: 05:15 PM Apr 29, 2022Updated: 07:31 PM Apr 29, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও একবার রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়ালেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। রাজ্যের শিক্ষার পরিবেশ নিয়ে কড়া সমালোচনা করলেন তিনি। রাজ্যে শিক্ষার হাল দেখে তাঁর ঘুম আসছে না বলেও দাবি ধনকড়ের। রাজ্যপালকে পালটা জবাব দিল তৃণমূল।

Advertisement

শুক্রবার দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার সমাবর্তন অনুষ্ঠান ছিল। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ওই অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের শিক্ষাব্যবস্থার সমালোচনা করেন তিনি। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির সমাবর্তন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় না বলে আক্ষেপ করেন রাজ্যপাল। তাঁকে উপাচার্যরা এড়িয়ে চলেন বলেই দাবি। এরপরই রাজ্যকে সরাসরি আমন্ত্রণ করে তিনি বলেন, “চারপাশের শিক্ষাব্যবস্থার হাল দেখে আমার রাতে ঘুম আসে না। উপাচার্যরা ইউনিয়ন করতে ব্যস্ত। এসব করলে রেয়াত নয়। উচ্চপর্যায়ের কমিটিও তৈরি করেছি।”

[আরও পড়ুন: ‘এবার নিষ্কলঙ্ক থাকার চেষ্টা করি’, দলের সঙ্গে দ্বন্দ্বের মাঝেই অর্জুনের টুইট ঘিরে জল্পনা]

রাজ্যপালের সমালোচনার পালটা জবাব দিয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, “আপনি অনেক কথা বলছেন। আর বাংলাকে অপমান করবেন না। বাংলার শিক্ষা, সংস্কৃতিকে অপমান করার কোনও অধিকার কেউ আপনাকে দেননি। শিক্ষাবিদদের অপমান করতে পারেন না আপনি।”

উল্লেখ্য, রাজ্য ও রাজ্যপাল সংঘাত নতুন নয়। দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যের সঙ্গে একাধিক বিষয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন রাজ্যপাল। এর আগেও শিক্ষাব্যবস্থা নিয়ে একাধিকবার ক্ষোভপ্রকাশ করেছেন জগদীপ ধনকড়। টুইট কিংবা চিঠির মাধ্যমে একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ডেকে পাঠিয়েছেন তিনি। তবে কেউই রাজভবনে গিয়ে তাঁর সঙ্গে বৈঠকে আগ্রহ প্রকাশ করেননি। গত বছর তা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বাকযুদ্ধেও জড়িয়ে পড়েছিলেন রাজ্যপাল। তারই মাঝে এবার একেবারে সরাসরি রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে জনসমক্ষেই উষ্মাপ্রকাশ করলেন তিনি। তার ফলে রাজ্য-রাজ্যপাল সংঘাত যে আরও প্রকট হল, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

[আরও পড়ুন: সিনেমা হলে হাউসফুল ‘কিশমিশ’, দর্শকদের কাছে বিশেষ অনুরোধ জানালেন দেব ও রুক্মিণী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement