নব্যেন্দু হাজরা: মন্ত্রীরা কোনও বেসরকারি সংস্থার অনুষ্ঠানে যোগ দিলে সেই খবর আগাম জানাতে হবে মুখ্যমন্ত্রীর দপ্তরকে। বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে সেকথা সমস্ত মন্ত্রীদের জানিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট অনুষ্ঠানে মন্ত্রীর যাওয়ার আদৌ প্রয়োজন আছে কি না তা খতিয়ে দেখে মুখ্যমন্ত্রীর দপ্তর অনুমতি দিলে তবেই তিনি ওই অনুষ্ঠানে যেতে পারবেন।
তবে এক্ষেত্রে মূলত বেসরকারি কোনও অনুষ্ঠানের কথাই বলা হয়েছে। নিজের এলাকার স্বাস্থ্যশিবির বা রক্তদান শিবিরের মতো সামাজিক অনুষ্ঠানে গেলে তা না জানালেও চলবে। মন্ত্রী বিধায়কদের আলটপকা মন্তব্য ঠেকাতে ইতিমধ্যে বিধানসভায় দলের শৃঙ্খলা রক্ষা কমিটি গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার টিভির বিতর্কসভা এবং অন্যান্য বেসরকারি অনুষ্ঠানে যাওয়ার আগে জানাতে হবে মুখ্যমন্ত্রীর দপ্তরে।
ওয়াকিবহাল মহলের মতে, অনেক সময় মুখরক্ষার খাতিরে প্রয়োজনীয় খোঁজ-খবর না নিয়ে বহু অনুষ্ঠানে হাজির হন মন্ত্রীরা। সেখানে মঞ্চে তাঁদের সঙ্গে কারা উপস্থিত থাকবেন, সেই খবরও মন্ত্রীদের কাছে থাকে না। পরে দেখা যায়, মন্ত্রীর পাশে যিনি বসে রয়েছেন তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ রয়েছে। যা নিয়ে পরে মন্ত্রীর পাশাপাশি দলকেও সাময়িক বিড়ম্বনার মুখোমুখি হতে হয়। সম্ভবত এই ধরনের বিতর্ক যাতে নতুন বছরে আর না ঘটে সেদিকে নজর দিতে মুখ্যমন্ত্রীর এই তৎপরতা।