shono
Advertisement
IPL 2025

লজ্জার হারের পর জরিমানা, গুজরাট ম্যাচে জোড়া ধাক্কা সঞ্জুর রাজস্থানের

এই নিয়ে একই অপরাধ দ্বিতীয়বার করল রাজস্থান।
Published By: Subhajit MandalPosted: 09:40 AM Apr 10, 2025Updated: 03:16 PM Apr 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোদের উপর বিষফোঁড়া। লজ্জার হারের পর আবার জরিমানা। স্লো ওভাররেটের জন্য রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসনকে (Sanju Samson) মোটা অঙ্কের জরিমানা করল বিসিসিআই। হার্দিক পাণ্ডিয়া, রিয়ান পরাগ, ঋষভ পন্থ, রজত পাটিদারের পর পঞ্চম অধিনায়ক হিসাবে সঞ্জু স্লো ওভাররেটের জন্য শাস্তি পেলেন।

Advertisement

বিসিসিআইয়ের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, স্লো ওভাররেটের জন্য রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এর আগে রিয়ান পরাগ অধিনায়ক থাকাকালীনও মন্থর বোলিং করে শাস্তি পেয়েছিল রাজস্থান। পাঁচ ম্যাচে এটা দ্বিতীয় অপরাধ হওয়ায় অধিনায়ক স্যামসনের পাশাপাশি দলের প্রত্যেক সদস্যকেই শাস্তি পেতে হয়েছে। রাজস্থান রয়্যালস দলের প্রত্যেক সদস্যকে হয় ৬ লক্ষ টাকা নয়তো ম্যাচ ফির ২৫ শতাংশ (যেটা কম) জরিমানা হিসাবে দিতে হবে। তবে রাজস্থানের জন্য স্বস্তির খবর হল, এই মরশুম শুরুর আগেই নিয়ম বদলেছিল আইপিএল কর্তৃপক্ষ। নাহলে দু'ম্যাচে ওভাররেটের নিয়ম ভাঙার শাস্তি হিসাবে নিরবাসনের মুখে পড়তে হত সঞ্জুকে।

বুধবার এমনিতেই গুজরাট টাইটান্সের কাছে বিরাট ব্যবধানে হারতে হয়েছে রাজস্থানকে। সাই সুদর্শনের দূরন্ত ব্যাটিংয়ের উপর ভর করে টাইটান্স ৫৮ রানে হারিয়েছে রাজস্থানকে। আমেদাবাদে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২১৭ করে গুজরাট। জবাবে রাজস্থান ১৯.২ ওভারে ১৫৯ রানে অল আউট হয়ে যায়। ৫৩ বলে ৮২ রানের ইনিংস খেলে গুজরাতের জয়ের ভিত গড়ে দেন সুদর্শন। জস বাটলার (৩৬) ও শাহরুখ খান (৩৬) ভালো শুরু করলেও বড় রান করতে পারেননি। তবে শেষদিকে রাহুল তেওয়াটিয়া (১২ বলে ২৪ নঃআঃ), রশিদ খানের (৪ বলে ১২) ক্যামিও গুজরাতের রানটা দু'শোর গণ্ডি পার করে দেয়। জবাবে রাজস্থানের হয়ে অধিনায়ক সঞ্জু স্যামসন ২৮ বলে ৪১ করেন। সিমরন হেটমেয়ার ৩২ বলে ৫২ রান করলেও সেগুলি বিফলে যায়। গুজরাটের প্রসিদ্ধ কৃষ্ণ ২৪ রানে ৩ উইকেট নেন। দু'টি করে উইকেট নিয়েছেন রশিদ খান ও সাই কিশোর।

এই হারের ফলে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে নেমে এসেছে রাজস্থান। সেসবে এমনিতেই মুষড়ে পড়েছে রাজস্থান শিবির। সেই যন্ত্রণা আরও বাড়বে জরিমানার খবরে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লজ্জার হারের পর আবার জরিমানা।
  • স্লো ওভাররেটের জন্য রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসনকে মোটা অঙ্কের জরিমানা করল বিসিসিআই।
  • হার্দিক পাণ্ডিয়া, রিয়ান পরাগ, ঋষভ পন্থ, রজত পাটিদারের পর পঞ্চম অধিনায়ক হিসাবে সঞ্জু স্লো ওভাররেটের জন্য শাস্তি পেলেন।
Advertisement