নিরুফা খাতুন: বড়দিন কেটেছে উষ্ণ। বছরের শেষ শনি-রবিবার কেমন থাকবে আবহাওয়া? ফিরবে শীতের আমেজ? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে শীতপ্রেমীদের মনে। বিশেষ সুখবর দিতে পারল না হাওয়া অফিস। সূত্রের খবর, সপ্তাহান্তে বৃষ্টিতে ভিজতে পারে বাংলা। তবে বর্ষবরণে ফিরবে শীতের আমেজ। আগামিকাল, শনিবার দার্জিলিংয়ে সম্ভাবনা রয়েছে তুষারপাতের।
জানা গিয়েছে, নিম্নচাপ ও পশ্চিমি ঝঞ্জার জেরে ডিসেম্বরের শহরেও দেখা নেই শীতের। এরই মাঝে বছর শেষে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, হালকা বৃষ্টি হবে শনিবার দক্ষিণবঙ্গের তিন জেলায়। প্রভাব পড়তে পারে আশেপাশের দু-একটি জেলাতেও। হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। তবে বছর শেষের আগে আবার হাওয়া বদলের সম্ভাবনা। রবিবার থেকে ফের সামান্য বাড়বে তাপমাত্রা। সোম ও মঙ্গলবার নামবে পারদ। বর্ষবরণে ফিরবে জমিয়ে শীতের আমেজ। বেলা বাড়লে কোথাও আংশিক মেঘলা থাকবে আকাশ। এদিনের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
আগামিকাল, শনিবার তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে। শীতের আমেজ অনেকটাই বাড়বে বর্ষ শেষ ও বর্ষবরণের দিনে। কুয়াশার সম্ভাবনা বেশি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও মালদহে।